Weather Update: একই সঙ্গে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ, পুজোর মুখে আবার নামবে ঝেঁপে বৃষ্টি

Weather Update: সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। তার প্রভাবেই ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

Weather Update: একই সঙ্গে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ, পুজোর মুখে আবার নামবে ঝেঁপে বৃষ্টি
গত কয়েকদিনে এভাবেই জল জমেছে একাধিক জায়গায় (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 5:11 PM

কলকাতা: দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। বাঙালির দিন গোনা শুরু হয়ে গিয়েছে। সাজছে মণ্ডপ, পসরা সাজাচ্ছেন দোকানিরা। পুজো মানে তো শুধু উৎসব আর আনন্দই নয়, অনেক মানুষের রুজি-রুটির বিষয়ও বটে! তাই আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, তা জেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে জরুরি। গত রবিবার পর্যন্ত কার্যত কলকাতাকে ভাসিয়ে দিয়েছে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টি আর বজ্রপাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জেরবার হয়েছে। ফুলে-ফেঁপে উঠেছে উত্তরবঙ্গের একাধিক নদী। এবার ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। আগামী ২৬ সেপ্টেম্বর হালকা বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। তারপর দু দিন শুকনোই থাকবে আবহাওয়া। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রায় হবে না বললেই চলে। এরপর ২৯ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শুক্রবার থেকে আবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

কলকাতার ক্ষেত্রেও বৃহস্পতিবার থেকে আবহাওয়া শুকনো থাকলেও শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির সাক্ষী থাকবে কলকাতা। ৩০ তারিখ অর্থাৎ শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। তার প্রভাবেই ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। আরও জানা গিয়েছে, একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। তার জেরেই নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চলতি মাসের শেষের দিকে। উত্তরবঙ্গে অবশ্য আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।