Weather Update: কলকাতা-সহ দক্ষিণের এই জেলাগুলিতে তাপমাত্রা নামছে হু হু করে! উত্তরে তুষারপাত
Weather Update: উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য থাকবে খটখটে শুকনো। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ এর ঘরে। রাতের তাপমাত্রা সামান্য কমে ১৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
কলকাতা: আগামী দু- তিন দিনে দুই বঙ্গেই জাঁকিয়ে পড়বে ঠান্ডা। নামবে তাপমাত্রার পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালই অনুভূত হবে শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের প্রবল সম্ভবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতার তাপমাত্রার পৌঁছতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। এই সপ্তাহে আগামী আরও ৫ দিন শীতের এই ‘ধামাকাদার অফার’ থাকবে। এই মুহূর্তে কোনও সিস্টেম না থাকায় উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ।
উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য থাকবে খটখটে শুকনো। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৫ এর ঘরে। রাতের তাপমাত্রা সামান্য কমে ১৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
শীতের এই ‘স্পেলে’র প্রথম দিনেই ঝোড়ো ব্যাটিং পশ্চিমাঞ্চলের
পুরুলিয়া ১১.১ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া ১১.৬ ডিগ্রি সেলসিয়াস
ঝাড়গ্রাম ১১.০ ডিগ্রি সেলসিয়াস
পশ্চিম বর্ধমানের ডিগ্রি সেলসিয়াস
আসানসোল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় ১২.১ ডিগ্রি সেলসিয়াস
বীরভূমের
শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
এখন নতুন করে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি না হলে শুকনোই থাকবে বাতাস। বইবে শিরশিরে হাওয়া। অতঃপর, লেপ-কম্বল-সোয়েটার-চাদরে জাপটে থাকবেন বাঙালি।