Weather: বাংলাদেশের ঘূর্ণাবর্ত ভাসাবে এপার বাংলা, ভারী বৃষ্টি জেলায় জেলায়
Weather Update: শনিবার পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা: টাইফুনের অবশিষ্টাংশে আবারও দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে শুক্রবার-শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার কলকাতা-সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।
শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়।
রবিবারও কয়েক জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। যার জেরে উপকূলে ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের এই টাইফুনই ধ্বংসলীলা চালায় চিন-ভিয়েতনামে।