দিনের পারদ ঊর্ধ্বমুখী, কমছে জাঁকিয়ে শীতের সম্ভাবনা
রবিবার থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শীতের রণে ভঙ্গ দিয়ে আগামী সপ্তাহ থেকে কমবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়াতে পারে।
কলকাতা: রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাড়ছে দিনের তাপমাত্রা। সকালে কিংবা রাতে শীতের কনকনানি মালুম হলেও বেলা বাড়ার সঙ্গে কমছে শীতের আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় এরকমই থাকবে আবহাওয়ার গতিবিধি। রবিবার থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শীতের রণে ভঙ্গ দিয়ে আগামী সপ্তাহ থেকে কমবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।
ডিসেম্বরের শেষের কয়েকদিন ভালই ঠান্ডা পড়েছে রাজ্যে। জঙ্গলমহলের জেলাগুলিতে রীতিমত শৈত্যপ্রবাহের পরিস্থিতি। কলকাতাতেও ঠান্ডা চাগিয়েই খেলেছে। তবে যা ইঙ্গিত তাতে এবার হয়তো ধীরে ধীরে মুখ ফেরাবে শীত। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: রাতে ঘুম হয়েছে, খুলে দেওয়া হয়েছে অক্সিজেন সাপোর্ট, ভাল আছেন ‘দাদা’
রবিবার সকালে কলকাতায় হাল্কা কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯৮ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে হঠাৎই উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর-সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা হরিয়ানা, চণ্ডীগড়েও।