Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: এ তো পুরো উল্টো খেলা! কোথায় ঘূর্ণিঝড়? হাওয়া অফিস তো বলছে…

Weather: আজ শনিবার ৪০.৫ ডিগ্রি ছুঁয়েছে কোচবিহারের তাপমাত্রা। মে মাসের দ্বিতীয় উষ্ণতম দিন জলপাইগুড়িতে। আজ জলপাইগুড়ির তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, এর পিছনেও হাত রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। চারদিক থেকে জলীয় বাষ্প টেনেছে সাগরের নিম্নচাপ। তাই দেশের মূল ভূখণ্ড জুড়ে গরম হাওয়ার দাপট। 

Weather Update: এ তো পুরো উল্টো খেলা! কোথায় ঘূর্ণিঝড়? হাওয়া অফিস তো বলছে...
গরমে নাজেহাল অবস্থাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2024 | 9:12 PM

কলকাতা: একদিনে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি বাংলার উপর। ত্রস্ত উপকূল থেকে কলকাতা। অন্যদিকে দেশের তাপমাত্রার তখন হাফ সেঞ্চুরি। রাজস্থানের ফালোদিতে ৫০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা। ২০১৯ সালের পর পারদের পঞ্চাশ পার। উত্তরবঙ্গও পুড়ছে। মেঘের কোনও বালাই নেই। প্রবল গরম উত্তরের জেলাগুলিতে। গরমের সব রেকর্ড ভেঙে তছনছ কোচবিহারে। ১৯৬৬ সালের মে মাসে এমন গরম দেখেছিল কোচবিহার। ২০২৪-এর মে মাসে সেই পুরনো গরম।

আজ শনিবার ৪০.৫ ডিগ্রি ছুঁয়েছে কোচবিহারের তাপমাত্রা। মে মাসের দ্বিতীয় উষ্ণতম দিন জলপাইগুড়িতে। আজ জলপাইগুড়ির তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, এর পিছনেও হাত রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। চারদিক থেকে জলীয় বাষ্প টেনেছে সাগরের নিম্নচাপ। তাই দেশের মূল ভূখণ্ড জুড়ে গরম হাওয়ার দাপট।

শনিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। স্থলভাগের দিকে এগোনো শুরু করবে ধীরে ধীরে। রবিবার রাত ১১টা সাড়ে ১১টা নাগাদ ল্যান্ডফল। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে সর্বশক্তি নিয়ে। প্রবল ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ৯০ কিমি বেগে ঝড় বইতে পারে। উপকূল বিশেষ করে সুন্দরবন প্রমাদ গুনছে।