Weather Update: আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি, জানাল হাওয়া অফিস
Weather Update: মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম,নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুরে। উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
কলকাতা: আগামী কয়েকদিন কলকাতা-দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর মালদা মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি। দ্বিতীয়ত একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে রয়েছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেই জলীয়বাষ্প ধীরে ধীরে বাংলায় প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম,নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুরে। উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় মেঘলা আকাশ থাকবে আগামী দুদিন। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম থাকবে। চলতি মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল। তার অনেকটাই এ ক’দিনের বৃষ্টিতে কমে যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়াবিদরা। মৎস্যজীবীদের সোম এবং মঙ্গলবার মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। এ দু’দিন ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতায় আগামী বুধবার পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।