Weather Update: পাল্টিবাজ আবহাওয়া! বৃষ্টি-কুয়াশা-গরম, পূর্বাভাসে কী নেই…
Weather: আজ কলকাতার শীত কার্যত উধাও। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। একরাতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। আগামী ৩-৪ দিন এমনই থাকবে আবহাওয়া। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ।
কলকাতা: কথায় বলে সরস্বতী পুজো অবধি শীতের রেশ থেকেই যায়। আগামী বুধবার সরস্বতী পুজো। কিন্তু ততদিন শীত আদৌ থেকে যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। গত দু’দিনে আবহাওয়া ঘন ঘন পাল্টি খাচ্ছে। গরম, কুয়াশা আবার বৃষ্টিরও পূর্বাভাস। সবমিলিয়ে একদম খিচুড়ি। মঙ্গলবার সকালে আবার ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। বেলা অবধি কোথাও কোথাও কুয়াশার মায়াজাল।
আজ কলকাতার শীত কার্যত উধাও। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। একরাতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। আগামী ৩-৪ দিন এমনই থাকবে আবহাওয়া। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ।
আগামী তিনদিন তাপমাত্রা এরকমই থাকবে। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী দু’দিন সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। তবে ২-১ জেলায় হলেও হতে পারে হাল্কা বৃষ্টি।
মঙ্গলবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।