Weather Update: কেরলে ঢুকল বর্ষা, রোববার থেকে ‘ওয়ার্ম আপ’ শুরু বাংলায়?
Weather Update: অসহ্য গরমে এমনিতেই রাতের ঘুমের দফারফা। বুধবার রাতে মাত্রা ছাড়াল জ্যৈষ্ঠের গরম। বাঁকুড়া-বীরভূম বা যোধপুরের মতো মরুশহরকে পিছনে ফেলে জুনের উষ্ণতম রাত কাটাল কলকাতা।
কলকাতা: অবশেষে কেরলে এল বর্ষা। নির্ধারিত সময়ের থেকে ৭ দিন দেরিতে কেরলে বর্ষা ঢুকেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতে আসবে বর্ষা। ফলে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত জারি থাকবে অস্বস্তি। কেরলে সাধারণত বর্ষা ঢুকে পড়ে ১ তারিখেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকে পড়ে। একটি গভীর নিম্নচাপ তৈরি হয়। সে কারণে মৌসুমী বায়ু কেরলে বন্দি হয়ে যায়। সাধারণত উত্তরবঙ্গে ৭ তারিখে বর্ষা ঢুকে যাওয়ার কথা। দক্ষিণবঙ্গে ১০ তারিখের ঢোকার কথা। কিন্তু এই নিম্নচাপের কারণে গোটা প্রক্রিয়ায় দেরি।
অসহ্য গরমে এমনিতেই রাতের ঘুমের দফারফা। বুধবার রাতে মাত্রা ছাড়াল জ্যৈষ্ঠের গরম। বাঁকুড়া-বীরভূম বা যোধপুরের মতো মরুশহরকে পিছনে ফেলে জুনের উষ্ণতম রাত কাটাল কলকাতা।
রাতেও ঘেমেনেয়ে কাহিল মানুষ! আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। বুধবার রাতে ভেঙে গেল ১৯৯৮ সালের রেকর্ড। গত ২৫ বছরে জুন মাসে কোনও রাতেই এত গরম সইতে হয়নি কলকাতাকে। জলীয় বাষ্পের প্রাচুর্য, রাতের মেঘলা আকাশকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর বলেছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। রবিবার থেকে হাওয়া বদলাতে পারে। শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী কয়েক দিন খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায়। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দিন গোনা ছাড়া উপায় নেই।