Weather Updates: ‘নচ্ছার’ বৃষ্টির ছুটি, মাঘের শেষে কি এ বার শীতের ঝোড়ো ব্যাটিং?
Kolkata: দেখতে দেখতে নভেম্বর, ডিসেম্বর-জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। একনাগাড়ে শীতের সৌভাগ্য এ বছর বাংলার জোটেনি। মরশুমি হিসেবে শীতের বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে।
কলকাতা: ‘শীত গেল’ ‘শীত গেল’ বলে আপাতত কান্নার দিন শেষ। মাঘের শেষে জমিয়ে পড়ছে শীত। আপাতত বৃষ্টি বা ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপটে গোটা রাজ্যেই শীতের আমেজ। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। আবহাওয়া (Weather Update) দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে এই ক’দিন। আগামী পাঁচ দিন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তবে, শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ আবহাওয়া ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। তবে, শুক্রবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। অর্থাৎ, রাতের বেলায় শীতের অনুভূতি থাকলেও, দিনের বেলায় বেশ গরম অনুভূত হয়। যদিও আগামী কয়েকদিন ভোরের দিকে এবং রাতের সময় শীতের অনুভূতি থাকবে। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভোরের পর ঘড়ির কাঁটা যত এগিয়েছে, বেলা যত গড়িয়েছে, সেই সঙ্গে শীতের অনুভতি অনেকটাই কমেছে।
দেখতে দেখতে নভেম্বর, ডিসেম্বর-জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। একনাগাড়ে শীতের সৌভাগ্য এ বছর বাংলার জোটেনি। মরশুমি হিসেবে শীতের বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে। হালকা শীতের অনুভূতি রয়েছে বটে। পশ্চিমী ঝঞ্ঝা কোপে কার্যত শীত বিদায় নিয়েছিল। এবারের মরশুমে শীতের লম্বা ব্যাটিং সেই অর্থে দেখা যায়নি। তবে এবার শেষ বেলায় স্লগ ওভারে দাপিয়ে ব্যাটিং করার সুযোগ থাকছে। কারণ, আগামী কয়েকদিন রাজ্যের সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই। কেবল উত্তরের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আরও পড়ুন: Dilip Ghosh On Suvendu Adhikari: ‘শুভেন্দুর মেজাজ হারানো স্বাভাবিক, ওতে আমি কিছু মনে করি না’
আরও পড়ুন: Primary School Reopening: খুলছে ছোটদের স্কুল, প্রধান শিক্ষকদের জন্য থাকছে বিশেষ নির্দেশ