West Bengal Weather: নষ্টের গোড়া ঘূর্ণাবর্ত! কয়েক ঘণ্টাতেই ঘনিয়ে আসছে দুর্যোগ, আজ কোথায় কোথায় বৃষ্টি, জেনে নিন
West Bengal, Kolkata Weather Report: মহালয়ার পর থেকেই এখন প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়, চতুর্থী-পঞ্চমীর আর অপেক্ষা করে না কেউ। পুজোর প্ল্যান সবার রেডি, কিন্তু কাঁটা সেই বৃষ্টি। আজ কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি বিদায় নেবে নাকি চলবে তার দাপট?

কলকাতা: মহিষাশুরকে বধ করবেন দেবী দুর্গা। কিন্তু বর্ষাশুরকে বধ করবে কে? কাল বাদে পরশু, রবিবারই মহালয়া। তারপর শুরু হচ্ছে দেবীপক্ষের। মহালয়ার পর থেকেই এখন প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়, চতুর্থী-পঞ্চমীর আর অপেক্ষা করে না কেউ। পুজোর প্ল্যান সবার রেডি, কিন্তু কাঁটা সেই বৃষ্টি। আজ কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি বিদায় নেবে নাকি চলবে তার দাপট?
মৌসম ভবন আগামী দুই সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকেই এই নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি।
মহালয়ার দিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ থাকবে; আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বিপদ উত্তরবঙ্গে। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া-
কলকাতায় আজ, শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত সাত জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু-এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
রবিবার, মহালয়ার দিন সকালে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকলেও, দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলাতে।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
অন্যদিকে, কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যেই আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে। বইবে দমকা বাতাসও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদুষ সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
এবারের পুজোয় খলনায়ক হয়ে উঠেছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত। সেই কারণেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। সিকিম, ভুটানের নদীগুলিতে বাড়ছে জলস্তর।
