West Bengal Latest Weather: ২-৩ ঘণ্টাতেই নামবে তুমুল বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় সতর্কতা জারি, দুর্গাপুজোটাই মাটি করবে দুর্যোগ?
West Bengal, Kolkata Weather Report: আগামী রবিবারই মহালয়া। দেবীপক্ষের সূচনা হয়ে যাবে তারপর। ইতিমধ্যেই পুজোর আমেজ বাংলাজুড়ে। প্যান্ডেলগুলোয় শেষ মুহূর্তের খুঁটি বাঁধা চলছে। কুমোরটুলিতেও দেবীমূর্তি তৈরি প্রায় শেষের মুখে। এই সময়ে বৃষ্টির ঘনঘটায় চিন্তায় পড়েছেন মৃৎশিল্পী থেকে পুজো উদ্যোক্তারা সকলেই।

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: আশঙ্কাই সত্যি হল। পুজোর আকাশে জমল দুর্যোগের কালো মেঘ। দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করবে বৃষ্টি। আবহাওয়ার আপডেট বলছে এমন কথাই। আজও দফায় দফায় বৃষ্টির (Rainfall) আশঙ্কা কলকাতায়। ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও। উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
আগামী রবিবারই মহালয়া। দেবীপক্ষের সূচনা হয়ে যাবে তারপর। ইতিমধ্যেই পুজোর আমেজ বাংলাজুড়ে। প্যান্ডেলগুলোয় শেষ মুহূর্তের খুঁটি বাঁধা চলছে। কুমোরটুলিতেও দেবীমূর্তি তৈরি প্রায় শেষের মুখে। এই সময়ে বৃষ্টির ঘনঘটায় চিন্তায় পড়েছেন মৃৎশিল্পী থেকে পুজো উদ্যোক্তারা সকলেই। ঠাকুর শুকোবে কি না, প্যান্ডেল ঠিকভাবে তৈরি করা যাবে কি না, তা নিয়েই চিন্তা।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, বাংলার আকাশে জমছে কালো মেঘ। আজ দফায় দফায় রাজ্যজুড়েই বৃষ্টিপাত হবে। কলকাতায় সকাল থেকেই হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৭ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৭৬ শতাংশ।
দুর্যোগের আশঙ্কা বাকি জেলাতেও। পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে।
ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও।
অন্যদিকে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়তে পারে বলেই আশঙ্কা। উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় আজও বৃষ্টি হবে।
