অগস্টের মধ্যে শেষ করতে হবে আধার ও রেশন কার্ডের সংযুক্তিকরণ, কড়া নির্দেশ নবান্নের
Aadhar Card Ration Card: আগামী অগস্ট মাসের মধ্যেই রেশন-আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ করতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
কলকাতা: গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও দ্রুততার সঙ্গে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট। আর তার ঠিক কয়েকদিনের মধ্যেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার এক বৈঠকে আগামী অগস্ট মাসের মধ্যেই রেশন-আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ করতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যে বিরাট তাৎপর্যপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। খাদ্যের অধিকার সুনিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গেও ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার গত ২৯ জুন জানিয়েছিল শীর্ষ আদালত। বিশেষজ্ঞদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত যাতে সঠিকভাবে পালন করা যায় তা নিশ্চিত করতে সবার প্রথম সবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করা প্রয়োজন। তাই মুখ্যসচিবের আজকের নির্দেশের নেপথ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরোক্ষ প্রভাব কাজ করে থাকতে পারে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
ইতিমধ্যেই আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণে কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে রাজ্যে। তবে মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, সংযুক্তিকরণের কাজে আরও গতি আনতে হবে। বর্তমানে রাজ্যে প্রতিদিন গড়ে সাড়ে ৭ লক্ষ আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হচ্ছে। অবিলম্বে সেটা বাড়িয়ে দৈনিক ১০ লক্ষে নিয়ে যেতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মাথায় রাখলে নবান্নের এই ফরমান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে গেলে দুয়ারে রেশনের প্রকল্পও দ্রুত চালু করা যাবে। আরও পড়ুন: ‘কপালে তিলক কই?’ বিধানসভায় বিদ্রোহী বিধায়কদের ‘জার্সি’ দেখে প্রশ্ন ক্যাপ্টেন শুভেন্দুর