Mamata Banerjee: ১৭৫ বছর পূর্তিতে বেথুন কলেজিয়েট স্কুলকে ‘বঙ্গরত্ন’ দিলেন মমতা, বললেন, ‘আমি ধন্য’

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, '১৭৫ বছর পেরিয়ে আসা, চারটিখানি কথা নয়। ১৭৫ বছর আগে যে চারাগাছ জন্মেছিল, আজ তা মহীরূহ হয়ে গিয়েছে। যখন এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তখন মহিলা শিক্ষার কথা কেউ ভাবতে পারত না।'

Mamata Banerjee: ১৭৫ বছর পূর্তিতে বেথুন কলেজিয়েট স্কুলকে 'বঙ্গরত্ন' দিলেন মমতা, বললেন, 'আমি ধন্য'
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 3:21 PM

কলকাতা: বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate School) ১৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই বেথুন স্কুলের ১৭৫ বছর নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘১৭৫ বছর পেরিয়ে আসা, চারটিখানি কথা নয়। ১৭৫ বছর আগে যে চারাগাছ জন্মেছিল, আজ তা মহীরূহ হয়ে গিয়েছে। যখন এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তখন মহিলা শিক্ষার কথা কেউ ভাবতে পারত না। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর, আর আপনাদের বয়স ১৭৫ বছর। স্বাধীনতা আন্দোলনে, নবজাগরণে আপনাদের অবদান ছিল। নারী শিক্ষায় সচেতনতা বাড়াতে আপনাদের অবদান ছিল। আজকের দিনে নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু ১৭৫ বছর আগে এটা নিয়ে কথা বলা সত্যিই আলাদা বিষয়।’

  1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘রবীন্দ্রজয়ন্তীকে অনেকে ভালবেসে বাংলার জন্মদিন বলেন। কারণ, তিনি বাংলাকে বিশ্ব বাংলায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন।’ এর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতো মনীষীদের অবদানের কথাও উল্লেখ করেন মমতা।
  2. মমতা বললেন, ‘নারী জাগরণ না হলে, মেয়েরা এগিয়ে না এলে সমাজের ভাল হতে পারে না। মেয়েরা যদি ঘরের দায়িত্ব নিতে পারে, তাহলে বাইরের দায়িত্ব কেন নিতে পারবে না? মেয়েরা যেমন সংসার চালায়, তেমনই প্লেন, ব্যাঙ্ক, রেল এমনকী গোটা বিশ্ব চালায়।’
  3. মুখ্যমন্ত্রী বললেন, বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর উদযাপনের অনুষ্ঠানে এসে তিনি ধন্য। মঞ্চ থেকেই বেথুন কলেজিয়েট স্কুলকে বঙ্গরত্ন পুরস্কার প্রদান করেলন মমতা। স্কুলের প্রধান শিক্ষিকার হাতে সেই পুরস্কার তুলে দেন তিনি। বললেন, ‘এটা বাংলার গর্বের পুরস্কার।’
  4. বেথুন কলেজিয়েট স্কুলের হাতে পুরস্কার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনাদের ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হোক। আমি বিশ্বাস করি আপনারা সারা বিশ্বে প্রথম স্থানে উঠে আসবেন।’