Cyclone Mocha: সাগরেই প্রবল শক্তিশালী মোখা, ‘রনংদেহী’ হয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে
Bengal Weather: ইতিমধ্যেই উপকূলে মেঘ ঢুকতে শুরু করেছে। যার ফলে শনিবার ও রবিবার গরমের দাপট কিছুটা কম থাকবে। তবে এই রেহাই সাময়িক বলছে হাওয়া অফিস।
কলকাতা: ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করেছে ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha)। এই মুহূর্তে সাগরে অবস্থান তার। রবিবার দুপুরে ভূ-ভাগে আছড়ে পড়বে। শুক্রবার রাতেই চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। শনিবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বাংলাদেশের কক্সবাজার থেকে যা ৭৩০ কিলোমিটার দূরে। দিনভর উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোবে মোখা। সাগরে ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ২২০ কিমি প্রতি ঘণ্টায়। রবিবার দুপুরে কক্সবাজারের দক্ষিণে মায়ানমারের সিতওয়ে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সে সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১৭৫ কিমি প্রতি ঘণ্টা। তবে মোখার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই উপকূলে মেঘ ঢুকতে শুরু করেছে। যার ফলে শনিবার ও রবিবার গরমের দাপট কিছুটা কম থাকবে। তবে এই রেহাই সাময়িক বলছে হাওয়া অফিস। সোমবার থেকেই ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আবহাওয়া দফতর বলছে ইতিমধ্যেই সাগরের বুকে মাথা চাড়া দিচ্ছে মোখা।
যখন ভূ-ভাগে আছড়ে পড়বে, দাপট কতটা ভয়াবহ হতে পারে ইতিমধ্যেই মৌসম ভবনের পূর্বাভাসে তার একটা সম্ভাবনার ছবি প্রকট হয়েছে। সাগরে ২২০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় এগিয়ে মায়ানমার উপকূলে যখন পৌঁছবে তার গতি হবে প্রতি ঘণ্টায় ১৭৫ কিমি। রবিবার দুপুরে মায়ানমারে ল্যান্ডফল মোখার। বাংলাদেশের একাংশে তোলপাড় চালাতে পারে এই ঘূর্ণিঝড়।
বাংলায় উপকূলে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে হালকা বাতাস। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।