COVID Booster Dose: বাড়ছে করোনা, রাজ্যে বুস্টার নিতে বাকি এখনও সাড়ে ৫ কোটি, চিন্তায় নবান্ন
Booster Dose: এই সাড়ে পাঁচ লাখ মানুষের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেই বাকি থাকা মানুষের সংখ্যা সবথেকে বেশি।
কলকাতা : আবার দাঁত-নখ বের করতে শুরু করে দিয়েছে করোনা। করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর ফের একবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার তিন হাজারের গণ্ডি পার করেছে। এদিকে রাজ্যে বুস্টার ডোজ় নিতে এখনও বাকি রয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ। আর ওই নিয়ে বেশ চিন্তায় রয়েছে নবান্ন। নবান্নের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত কোভ্যাক্সিনের বুস্টার ডোজ় নিতে বাকি রয়েছেন ৬২ লাখ ২৯ হাজার ৭২৯ জন। কোভিশিল্ডের বুস্টার ডোজ় নিতে বাকি রয়েছেন এমন সংখ্যা আরও বেশি। মোট ৪ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার ৬৪১ জনের কোভিশিল্ডের বুস্টার ডোজ় নেওয়া বাকি রয়েছে। এই সাড়ে পাঁচ লাখ মানুষের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেই বাকি থাকা মানুষের সংখ্যা সবথেকে বেশি।
তাই এবার জেলাভিত্তিক তথ্য তুলে ধরে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজ় দেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্র মারফত এমনই জানা গিয়েছে। প্রতিটি জেলায় বুস্টার ডোজ় দেওয়ার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত কোভ্যাক্সিনের বুস্টার ডোজ় নিয়েছেন ৪ লাখ ২২ হাজার ২০১ জন এবং কোভিশিল্ডের বুস্টার ডোজ় নিয়েছেন ৪০ লাখ ১৭ হাজার ৯২৩ জন। এমন পরিস্থিতিতে কীভাবে বুস্টার ডোজ় দেওয়ার সংখ্যা বাড়ানো যেতে পারে, তার জন্য দ্রুত পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। তাই এবার আগেভাগেই তৎপর রয়েছে নবান্ন।
শুধু আক্রান্তের সংখ্যাই নয়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে পজিটিভিটি রেটও। বৃহস্পতিবার রাজ্যে করোনার পজিটিভিটি রেট ছিল ১৮.৯৫ শতাংশ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুই জেলাতেই সংক্রমণ ৫০০-র উপরে। এদিকে শুক্রবার (১৫ জুলাই) থেকে ৭৫ দিন পর্যন্ত ১৮ ঊর্ধ্ব প্রত্যেকেই বিনামূল্য করোনার বুস্টার ডোজ় দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।