AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB HS Results 2022: প্রথম দশে ২৭২ জন, এবারের পরীক্ষাকে ‘ঐতিহাসিক’ বললেন সংসদ সভাপতি

| Edited By: | Updated on: Jun 10, 2022 | 3:24 PM
Share

WBCHSE 12th Class Results 2022 Live Updates: স্কুলে গিয়ে ফল জানার আগে অনলাইনেও ফলাফল জেনে নেওয়া যাচ্ছে। চাইলে এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থী ও মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB HS Results 2022: প্রথম দশে ২৭২ জন, এবারের পরীক্ষাকে 'ঐতিহাসিক' বললেন সংসদ সভাপতি
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

৩ জুন মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আজ ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিকের। সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা ১২ টা থেকে অনলাইনে দেখা যাচ্ছে সেই ফলাফল। মোবাইলে অ্যাপ ডাউনলোড করে বা এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি ওয়েবসাইট থেকেও জানা যাচ্ছে ফলাফল। হিন্দিতে উচ্চ মাধ্যমিকের ফল জানার জন্য ক্লিক করুন

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Jun 2022 11:25 AM (IST)

    মেধাতালিকা একনজরে

    প্রথম ১০-এর মধ্যে রয়েছে ২৭২ জন।

    প্রথম- অদিশা দেবশর্মা (দিনহাটা) প্রাপ্ত নম্বর -৪৯৮- (৯৯.৬ শতাংশ)

    দ্বিতীয়- সায়নদীপ সামন্ত (পশ্চিম মেদিনীপুর) প্রাপ্ত নম্বর – ৪৯৭- (৯৯.৪ শতাংশ)

    তৃতীয়- চারজন তৃতীয় হয়েছেন। প্রাপ্ত নম্বর – ৪৯৬- (৯৯.২ শতাংশ)

    রোহিন সেন (কলকাতা) , সোহম দাস (হুগলি), অভীক দাস (কাটোয়া), পরিচয় পারি (পশ্চিম মেদিনীপুর)

    চতুর্থ- আটজন চতুর্থ। প্রাপ্ত নম্বর – ৪৯৫- (৯৯ শতাংশ)

    সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা, অপ্রিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি বন্দ্যোপাধ্যায়, আনন্দরূপা মুখোপাধ্য়ায়, নীতিশ কুমার হালদার।

    পঞ্চম- প্রাপ্ত নম্বর – ৪৯৪- (৯৮.৮ শতাংশ)

    চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সায়ন্তিকা ভুঁইয়া, সানা দাস, কোয়েল চক্রবর্তী, দিদশা সূত্রধর, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নওয়াজ, অদিতি সাহানা, মিষ্টু পাত্র।

    ষষ্ঠ- প্রাপ্ত নম্বর – ৪৯৩- (৯৮.৬ শতাংশ)

    আকাশ ঘোষ, জিতেশ বসাক, অগ্নিভ ভৌমিক, প্রণীত কুমার দাস, যোজন দাস, অরিত্র মাইতি, শুভজিৎ মাল, রণদীপ ঠাকুর, মৈনাক প্রসাদ, সম্প্রীতি প্রধান, রিনি পাল, স্নেহাশ্রী সামন্ত, শিল্পা পাল, সোমা গড়াই, উদয় দাস, প্রকৃতি পর্ণা দে, অন্বেষা চক্রবর্তী, সৃজনি কুণ্ডি, বেদপর্ণা শেঠ, মহম্মদ বুলবুল ইসলাম, বর্ষা পারভিন, পার্থসারথি সাহা, তিস্তা দত্ত, দেবদিত্য গোস্বামী, ভানু রবি দাস, মুসফিকা পারভিন, পিয়ালি সেন, ঋদ্ধিমান বিশ্বাস, স্নেহা দাস, পৃথা কুইটি, শ্রীকৃষ্ণ সামন্ত, অঙ্কজা পাল।

    সপ্তম- প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)

    অর্চিষ্মান মান্না, অঙ্কিত ভড়, অনন্যা মণ্ডল, মৌমিতা বিশ্বাস, সূর্যনি মণ্ডল, চন্দ্রিমা মণ্ডল, সুমনা সাউ, সৃজিতা সিনহা, শ্রেয়া দাস, কাজী শামিম শাহ, পিঙ্কি খাতুন, রৌনক মণ্ডল, শান্তনু পাল, প্রতীক মণ্ডল, অরিত্রিকা মুখোপাধ্য়ায়, ঋচিক সামন্ত, ইতিরানি পাত্র, সায়ন্তন গড়াই, সুমন কুণ্ডু অয়নদী শনিগ্রাহী, রিমা কর্মকার, ঋতম লাহা, ঋতেশ মণ্ডল, দেবাঞ্জন চট্টরাজ, অনন্যা, শুভজিৎ মণ্ডল, সৌমি প্রামাণিক, সুদীপ চেল, বিজন বর্মন, নীলাঞ্জনা সিনহা, পূর্বালি পাল, অস্মিতা দাস, শিবম দেব, আয়েষ্কা ভৌমিক, রীতা হালদার, অভিক্সা পাত্র।

    অষ্টম- প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)

    সৌম্যদীপ ঘোষ, সমাদৃতা দাস, অনন্যা দেব, মনোহর কবিরাজ, সৌমেন পাত্র, সৌম্যজিৎ দাস, সৌরিক দাস, স্বাগতম গোস্বামী, মানালি চৌধুরী, অয়ন বিশ্বাস, নয়ন দাস, রাজেশ মিশ্র, শ্রবণা বাগ, শর্মিষ্ঠা ঘরাই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, রাজশ্রী পাত্র, অন্বেষা ভট্টাচার্য, জয়িতা ঘরাই, মৌসুমী দাস, কিরণ শঙ্কর মাইতি, রিমা পাণ্ডা, মমতা দণ্ডপাত, সুমনা হালদার, শুভজিৎ মণ্ডল, মৈত্রী দে, জয়দীপ দত্ত, ইশিতা মহাপাত্র, মৈত্রী নাথ, প্রিয়াঙ্কা আদক, রূপসা নায়ার, সৌমাশ্রী দাস, সামিনা খাতুন, দেবপ্রিয়া চক্রবর্তী, প্রিয়ব্রত ভট্টাচার্য, মনিরা খাতুন, অনুনয় চেল, শুভয়া খাতুন, প্রত্যয় মুখোপাধ্য়ায়, অনিব্রত দেববর্মণ, প্রিয়াংশু রায়, রুমানা খাতুন, সম্পদ রায়, শাজেনুর হুসনি, পূর্বাসা কুণ্ডু, অঙ্কন সাহু, অর্পিতা পাল, অঙ্কিতা মুখোপাধ্যায়, কেকা রায়, নীরব কোনার, সাহেব অধিকারী, সৈকত রায়।

    নবম- প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)

    সৌমেন বর্মন, সৈয়দ মুস্তাক আহমেদ, শুভজিৎ বন্দোপাধ্যায়, ইশিতা মণ্ডল, বৈশাখী দাস, তুহিন দাস, স্বাতী শুক্লা, অভি মণ্ডল, সোনাদীপা প্রধান, চয়ন হালদার, অনির্বাণ জানা, অভিনন্দন মুখোপাধ্যায়, স্মিতা ভুঁইয়া, শতস্মিত মহাপাত্র, মনিকা, অমিয় শাসমল, প্রিয়ব্রত মাজি, সুশান্ত বাগ, অরিন্দম বড়াই, স্বপ্ননীল রায়, সোমনাথ পাইক, শান্তি লোহার, সমীরণ বন্দ্য়োপাধ্যায়, পিকলু মণ্ডল, শুভদীপ পাত্র, সেবক দুবে, দেবাশিস সাহা, অগ্নিভ সাহা, শ্রীদাত্রী সামন্ত, চিরন্তন বন্দ্যোপাধ্যায়, সৌমি মণ্ডল, তুলি বন্দ্যোপাধ্যায়, রিঙ্কু ভুঁই, বিবেক কুণ্ডু, পল্লবী মণ্ডল, অরুণিমা নায়ার, দেবপ্রিয়া দাঁ, সৌহার্দ্য ভট্টাচার্য, তুলিকা দাস, দেবলীনা পাল, সপ্তর্ষি ঘোষ, দেবজিৎ চক্রবর্তী, সুকান্ত বর্মণ, কৌলিক বর্মা, মিতালি বর্মণ, সামসাদ হোসেন, শ্রেয়সী দাস, সঙ্গীতা সিট, শ্রাবণী দত্ত, ইন্দ্রজিৎ দত্ত।

    দশম- প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮ শতাংশ)

    অদৃতা মণ্ডল, একতা গঙ্গোপাধ্যায়, কোয়েল রায়, শুভদীপ চেল, স্নেহা পাল, শ্রীমা কর্মকার, সৃজা মণ্ডল, মিলি কুণ্ডু, শমিত গড়াই, ত্রিনয় দাস, পূর্ণেন্দু কয়াল, সঞ্জনা পাণ্ডে, জয়ব্রত বিশ্বাস, সৌহার্দ্য ঘোষ সুমন কল্যান মাইতি, রৌদ্দুর মণ্ডল, সৌম্যদীপ গিরি, দেবলীনা সাহা, আদিত্য সাহা, রিয়াঙ্কা মাহাতা, অঙ্কিতা রায়, শৈলেশ জানা, পবিত্র বেরা, আকাশ ঘোষ, দেবমিতা পারিয়া, প্রিয়া আছার, বুদ্ধদেব দাস, সন্দীপন বেরা, দেবলীনা ভৌমিক, নিশাত খান, সৌনক আচার্য, অনির্বাণ নায়ক, মৌলি মাইতি, স্বপ্ননীল দাস, সায়ক রায়, শুভ ভট্টাচার্য, সজল বাউরি, দীপ্তিমান বন্দ্যোপাধ্য়ায়, পূজা চক্রবর্তী, অর্পিতা নায়ক, অরণ্য সিংহ, সৌম্য মণ্ডল, অদৃশ মণ্ডল, শঙ্খশুভ্র, তিয়াষা পাল, নেহা নাসরিন, পৃথা অধিকারী। বিপ্লব মণ্ডল, সুপ্রিয়া পাল, ঋষিতা মণ্ডল, সোহেল মল্লিক, তানিয়া মল্লিক, শুভঙ্কর সাহা, সৌম্য রঞ্জন জেনা, শ্রাবণী মণ্ডল, সাদনাজ সুলতানা, চন্দ্রিমা পাল, রৌণক মুখোপাধ্য়ায়, প্রেরণা বর্মণ, প্রীতম  বর্মণ, শ্রেষ্ঠা রায়, অনিন্দিতা দাস, রাজশ্রী যশাধিকারী, সৌম্যজিৎ করণ।

  • 10 Jun 2022 11:17 AM (IST)

    উর্দু, হিন্দি, নেপালিতে প্রথম কারা?

    উর্দুতে পাশের হার ৭৫.২, প্রথম হয়েছে মহম্মদ বেলাল, প্রাপ্ত নম্বর ৪৮৭। নেপালিতে প্রথম হয়েছে রিয়া কালিকোটে, প্রাপ্ত নম্বর ৪৭৭, কালিম্পং গার্লস হাইস্কুলের ছাত্রী। সাঁওতালিতে প্রথম হয়েছে শিলি টুডু, পণ্ডিত রঘুনাথ মুর্মু স্কুলের পড়ুয়া।

  • 10 Jun 2022 11:14 AM (IST)

    কতজন পরীক্ষা দিয়েছেন, কত জন পাশ?

    পরীক্ষা দিয়েছে এনরোলমেন্ট হয়েছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৫ জনের, মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। ৯৬.৮ শতাংশ পরীক্ষা দিয়েছে। মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন, পাশের হার ৮৮.৪৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৯০.১৯ শতাংশ।

  • 10 Jun 2022 11:11 AM (IST)

    ৫ জুলাই পর্যন্ত নম্বর রিভিউ করা যাবে

    আগামী ৫ জুলাই পর্যন্ত নম্বর রিভিউ করা যাবে। ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এবার কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

  • 10 Jun 2022 11:10 AM (IST)

    ছাত্রীদের সংখ্যা ছাত্রের তুলনায় অনেক বেশি

    এ বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ বেশি জন বেশি ছাত্রদের তুলনায়। এটা কন্যাশ্রীর মত প্রকল্পের সুফল বেল মনে করছেন সংসদ সভাপতি।

  • 10 Jun 2022 11:08 AM (IST)

    শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে, দাবি সংসদের

    বাংলা, হিন্দি, অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে। প্রশ্নপত্রে এবারই প্রথম এত বেশি বিকল্প দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সংসদ সভাপতি। পাশাপাশি তাঁর দাবি, এবার কোথাও ইন্টারনেট বন্ধ করা না হলেও মোবাইল নিয়ে প্রবেশ করতে দেখা যায়নি কাউকে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে।

  • 10 Jun 2022 11:06 AM (IST)

    এবারের পরীক্ষা নানা কারণে ঐতিহাসিক

    সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উল্লেখ করলেন, এবছরের পরীক্ষা নানা কারণে ঐতিহাসিক। এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে পরীক্ষা দিয়েছেন।

    সংসদ সভাপতি জানান, কোভিডের কারণে পরপর দু বার পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। তাই প্রশ্নপত্রে তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

  • 10 Jun 2022 10:58 AM (IST)

    অ্যাপ, SMS বা ওয়েবসাইট থেকে কী ভাবে জানা যাবে ফল?

    প্রথমে ফল প্রকাশের সময় সকাল সাড়ে ১১ টা বলে জানানো হলেও পরে সময় পরিবর্তন করা হয়েছে সংসদের তরফে। বুধবারই সংসদের তরফে জানানো হয়, সকাল সাডে় ১১টা নয়, দুপুর ১২টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। পরীক্ষা ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের।

    বিস্তারিত পড়ুন: আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, অ্যাপ, SMS বা ওয়েবসাইট থেকে কী ভাবে জানা যাবে?

Published On - Jun 10,2022 10:56 AM

খসড়া তালিকায় নাম আছে কি না দেখবেন? পূর্ণাঙ্গ তালিকা ডাউনলোড করে নিন
খসড়া তালিকায় নাম আছে কি না দেখবেন? পূর্ণাঙ্গ তালিকা ডাউনলোড করে নিন
যুবভারতীকাণ্ডে মুখ খুললেন, কুম্ভমেলায় মৃত্যু নিয়ে প্রশ্ন অভিষেকের
যুবভারতীকাণ্ডে মুখ খুললেন, কুম্ভমেলায় মৃত্যু নিয়ে প্রশ্ন অভিষেকের
নন্দীগ্রামে খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ?
নন্দীগ্রামে খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ?
নাম নেই খসড়া তালিকায়, জেনে নিন কীভাবে করবেন আবেদন
নাম নেই খসড়া তালিকায়, জেনে নিন কীভাবে করবেন আবেদন
খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন...
খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম? শুভেন্দু বললেন...
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন...
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে হাড় ভেঙেছিল কোয়েলের, দেখুন...
খসড়া তালিকায় নাম না থাকলে কী হবে? কী বলছেন বিশেষ পর্যবেক্ষক?
খসড়া তালিকায় নাম না থাকলে কী হবে? কী বলছেন বিশেষ পর্যবেক্ষক?
মতুয়া অধ্যুষিত এলাকাতেই আনম্যাপড ভোটার বেশি! কোন জায়গায় বেশি নাম?
মতুয়া অধ্যুষিত এলাকাতেই আনম্যাপড ভোটার বেশি! কোন জায়গায় বেশি নাম?
যেই না খসড়া লিস্ট বেরিয়েছে...অমনি হাওড়ার BLO-রা যা করলেন দেখুন...
যেই না খসড়া লিস্ট বেরিয়েছে...অমনি হাওড়ার BLO-রা যা করলেন দেখুন...
৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে, আপনার নাম নেই তো?
৩০ লক্ষ ভোটারকে ডাকা হবে, আপনার নাম নেই তো?