পাম্পিং স্টেশনের দোতলায় তৈরি হল পার্ক, উদ্বোধনে ফিরহাদ হাকিম

 এদিন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবার বিধায়ক জাভেদ খান ও কাউন্সিলর সৈয়দ আহমেদ খান।

পাম্পিং স্টেশনের দোতলায় তৈরি হল পার্ক, উদ্বোধনে ফিরহাদ হাকিম
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 10:19 PM

প্রীতম দে: সৌন্দর্যায়ন ও নগরায়নের লক্ষ্যে এবার সামিল ৬৬ নম্বর ওয়ার্ড। পৌরসভার উদ্যোগে পাম্পিং স্টেশনের উপর তৈরি হল আস্ত একটি পার্ক (Park)। নানারকম মরসুমি ফুলে ভরা বাগানের পাশাপাশি এই পার্কে (Park) থাকছে ছোটদের জন্য খেলার ব্যবস্থা। প্রায় ৮ হাজার স্কোয়ার ফিট এই পার্কের মধ্যে থাকছে দোলনা, স্লিপ থেকে বসার জায়গাও।

বুধবার পার্কের (Park) উদ্বোধনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, এতদিন, মমতা ব্যানার্জির সরকার বিনামূল্যে রেশন দিয়েছেন, সুস্বাস্থ্যের ব্যবস্থা করেছেন। এবার নগরোন্নয়ন ও সৌন্দর্যায়নেও নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বালিঘাট স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য দু-দুটি লিফট, শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

এদিন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবার বিধায়ক জাভেদ খান ও কাউন্সিলর ফৈয়জ আহমেদ খান। বিধায়ক জাভেদ খান অনুষ্ঠানে বলেন, ‘এই পার্কে কোনও গেরুয়া ফুল ফুটবে না। ফুটবে না পদ্মও। জোড়াফুল রক্তে আছে, জোড়াফুলই ফুটবে।’

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথাই রেখেই এবার নগরোন্নয়নে তৎপর তৃণমূল সরকার। সেই তৎপরতায় এবার কসবা এলাকার পাম্পিং স্টেশনেও তৈরি হল পার্ক (Park)।