Abhishek Banerjee on Suvendu: ‘ফাঁপা বেলুন’ শুভেন্দুকে কোর্টে ‘ল্যাজে গোবরে’ করার হুঁশিয়ারি অভিষেকের; স্বাগত জানালেন শমীক

Abhishek Banerjee: অভিষেক বলেন, "তিনদিন আগে একটা টুইট করে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাসে করে টাকা পাচার হচ্ছে। আপনি ফুটেজ চাইছেন টুইট করে। আপনি কোর্টে যান, ক্রিমিনাল কেস করুন আমার নামে।

Abhishek Banerjee on Suvendu: 'ফাঁপা বেলুন' শুভেন্দুকে কোর্টে 'ল্যাজে গোবরে' করার হুঁশিয়ারি অভিষেকের; স্বাগত জানালেন শমীক
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 8:41 PM

কলকাতা: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আদালতে ‘ল্যাজে গোবরে’ করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, “খালি কিছু না কিছু বলে বাজার গরম করা। উনি বাজার গরম করা টুইটার নেতা।” তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন বলে মঙ্গলবার দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর দলের জাতীয় তকমা চলে যাওয়ার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেন। বুধবার এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বলা হয়েছে আমি অমিত শাহকে চারবার ফোন করেছি। যদি ফোন করার কথা প্রমাণ হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।”

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ও প্রত্যেকবার একটা করে টুইট করে বলে বোমা ফাটাব। তারপর দেখেন কিছুই নেই। ফাঁপা বেলুন। বেলুন খুললেই যেমন গ্যাস বেরিয়ে যায়। কিছুই নেই। গতকাল বললেন সব ফাঁস করবেন। আজ বলছেন, আমি চাইছি হাইকোর্টে মামলা হোক। হাইকোর্টে যদি মামলা হয়, কোর্ট নির্দেশ দিলে আমি ফাঁস করব। হাইকোর্টে তো মামলা হবেই। আপনাকে ল্যাজে গোবরে করব। কোনও বেঞ্চ আপনাকে বাঁচাবে না। আপনি যতই ভাবুন এর প্রোটেকশনে থাকব, তার প্রোটেকশনে থাকব।”

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা বলেন, “আপনি প্রশাসনিক কর্ত্রী। আপনার ফোনের ডিটেল, কলের ডিটেল জনসমক্ষে আনা যায় না। আমি তা জনসমক্ষে আনতেও চাই না। একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়া তা জনসমক্ষে আসে না। আপনি মামলা করুন। TRAI কেও আমি পার্টি করব। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল আপনার দুটি ল্যান্ড ফোনের কল রেকর্ড আদালতের কাছে তারা দিতে বাধ্য হবে। তাহলেই দুধ ও জল স্পষ্ট হয়ে যাবে। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনিও আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন।”

শুভেন্দুকে এদিন বারবার আইনি লড়াইয়ে আহ্বান জানান অভিষেক। বলেন, “তিনদিন আগে একটা টুইট করে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাসে করে টাকা পাচার হচ্ছে। আপনি ফুটেজ চাইছেন টুইট করে। আপনি কোর্টে যান, ক্রিমিনাল কেস করুন আমার নামে। আমি ফুটেজ গিয়ে জমা দেব। আপনি টুইট করবেন কেন? চারটে খবর চালাবে। প্রচারের আলোয় থাকব। এটাই বিরোধী দলনেতার কাজ। আমি যদি মনে করি রাতের বেলা বাড়ি থেকে কিছু পাচার করছে, আমি তো কোর্টে যাব। সিসিটিভি ফুটেজ চাইবে কোর্ট। টুইট করব কেন। চ্যালেঞ্জ করছি তো ক্রিমিনাল কেস, সিভিল কেস করুন।”

অভিষেকের দাবি, বিরোধী দলনেতা যা বলেন তার ১০০ শতাংশই মিথ্যা। একইসঙ্গে অভিষেকের দাবি, তাঁর নাম নিয়ে কখনও কিছু বলেন না শুভেন্দু। অভিষেক বলেন, শুভেন্দু বিজেপিতে যাওয়া ইস্তক প্রতিটি সভা থেকে তাঁকে বিঁধে নানা মন্তব্য করেন। কিন্তু তাঁর নাম নেন না। কেন নেন না? অভিষেকের যুক্তি, “উনি, ভাববাচ্যে কথা বলেন। ভাববাচ্যে কথা বললে মামলা করা যায় না। খালি কিছু না কিছু বলে বাজার গরম করা। আপনারা (সংবাদমাধ্যম) বিড়াল পিটিয়ে বাঘ করতে চাইছেন, করুন।”

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “মামলাটা করুন না। শুভেন্দু অধিকারী সেই মামলা ফেস করার জন্য প্রস্তুত। মাঠেও প্রস্তুত, কোর্টেও প্রস্তুত। শুভেন্দু অধিকারী তো বলছে মামলা করতে। মামলা করলে শুভেন্দু অধিকারীর সুবিধা হবে। বিজেপির সুবিধা হবে। মামলা করলেই তো সরকারি নথি সব সামনে আসবে। এটা তো বিরোধী দলনেতা বলেই দিয়েছেন।”

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ