Underwater Metro Video: গঙ্গার নীচ দিয়ে মেট্রোর রোমহর্ষক যাত্রার সফরসঙ্গী TV9 বাংলা, দেখুন ভিডিয়ো

Kolkata Metro: মেট্রোর একটি রেক হাওড়া ময়দান থেকে রওনা দিয়ে গঙ্গার নীচ থেকে ৪.৮ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছয় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। হাওড়া ময়দান থেকে দুপুর ১২ টা ৫ মিনিটে রওনা দেয় মেট্রোটি। ১২ টা ৯ মিনিটে গঙ্গার নীচে থাকা টানেলে প্রবেশ করে মেট্রোটি।

Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 8:41 PM

কলকাতা: হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। গঙ্গার নীচ থেকে মেট্রো পরিষেবা পুরোদমে চালু হওয়ার জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। এই মেট্রো পরিষেবা একবার চালু হয়ে গেলে, শুধু যে সাধারণ মানুষের সুবিধা হবে, তাই নয়… এবর পাশে শহরের পর্যটনেক এক নয়া দিগন্তও খুলে যাবে বলে দাবি করলেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল-এর কর্তারা। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের একদম শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। এটিই হবে দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা।

বৃহস্পতিবার গঙ্গার নীচ দিয়ে আরও এক দফা টেস্ট রান হয়ে গেল মেট্রোর। মেট্রোর একটি রেক হাওড়া ময়দান থেকে রওনা দিয়ে গঙ্গার নীচ থেকে ৪.৮ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছয় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। হাওড়া ময়দান থেকে দুপুর ১২ টা ৫ মিনিটে রওনা দেয় মেট্রোটি। ১২ টা ৯ মিনিটে গঙ্গার নীচে থাকা টানেলে প্রবেশ করে মেট্রোটি। মেট্রো সূত্রে খবর, গঙ্গার নীচ থেকে ৫২০ মিটার টানেল তৈরি করা হয়েছে। আর সেটি পার করতে সময় লেগেছে মাত্র ৪৫ সেকেন্ড। এই জায়গায় মেট্রোর রেক ঘণ্টা ৭০ কিলোমিটার বেগে ছুটবে বলে মেট্রো সূত্রে খবর। যদিও ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ছোটার ক্ষমতা রয়েছে রেকগুলির। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছাতে মেট্রোর রুটে রয়েছে চারটি বাঁক। সেই বাঁকগুলির কাছে মেট্রোর গতি ধীরে হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি রেক আপাতত এসেছে। আরও তিনটি রেকের অর্ডার দেওয়া হয়েছে। গোটা কাজ শেষ হয়ে গেলে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে মোট ১৭টি রেক চলাচল করবে আগামীদিন।