Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023: ব্যালটে জল ঢালা গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন শুভেন্দু

Suvendu Adhikari: রাজ্যজুড়ে পঞ্চায়েতের পুনর্নির্বাচন হচ্ছে বিভিন্ন বুথে। মূলত যেসব জায়গায় অশান্তি, ছাপ্পার অভিযোগ এসেছে... সেই সব জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু শুভেন্দুর দাবি, তাঁরা যে ৬ হাজার বুথে ভোট লুঠ হয়েছে বলে চিহ্নিত করে কমিশনকে পাঠিয়েছিলেন, সেই ৬ হাজার বুথের একটিও পুনর্নির্বাচনের তালিকায় নেই।

Panchayat Election 2023: ব্যালটে জল ঢালা গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন শুভেন্দু
ব্যালটে জল প্রসঙ্গে শুভেন্দুImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 11:59 PM

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে যেভাবে রক্ত ঝরেছে, যেভাবে খুনের অভিযোগ উঠে এসেছে, সেটি গণহত্যার সামিল বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখনও পর্যন্ত যে মৃত্যু হয়েছে, তার জন্য রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকেই দায়ি করছেন তিনি। আজ রাজ্যজুড়ে পঞ্চায়েতের পুনর্নির্বাচন হচ্ছে বিভিন্ন বুথে। মূলত যেসব জায়গায় অশান্তি, ছাপ্পার অভিযোগ এসেছে… সেই সব জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু শুভেন্দুর দাবি, তাঁরা যে ৬ হাজার বুথে ভোট লুঠ হয়েছে বলে চিহ্নিত করে কমিশনকে পাঠিয়েছিলেন, সেই ৬ হাজার বুথের একটিও পুনর্নির্বাচনের তালিকায় নেই।

শুধু তাই নয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও একরাশ অভিযোগ রয়েছে বিরোধী দলনেতার। তাঁর দাবি, গতকালের ভোটে যেসব বুথে বিজেপির এজেন্টরা ঢুকেছিলেন, তাঁদের ভোট শুরুর ঘণ্টা খানেক পর আর থাকতে দেওয়া হয়নি। বলছেন, ‘যেখানে শাসকের গুন্ডারা বের করতে পারেনি, সেখানে পুলিশ বের করেছে, যেখানে পুলিশ বের করতে পারেনি… সেখানে বিডিও বিজেপির পোলিং এজেন্টকে মেরে বের করেছেন।’ পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল, তাও কার্যত বুড়ো আঙুল দেখানো হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার।

গতকাল অনেক জায়গাতেই ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আবার ব্যালট বাক্সের ভিতরে জল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। যাঁরা এমন কাজ করেছেন, তাঁদের ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ব্যাখ্যা, ‘বাইরের লোকেরা ভোট লুঠ করতে এসেছিল। ওরা চলে যাওয়ার পরে গ্রামবাসীরা জড়ো হয়ে ছাপ মারা ভুয়ো ব্যালটের উপরে জল ঢেলে দিয়েছেন।’ শুভেন্দুর কথায়, এই কাজের ফলে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে ওই জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার জন্য।

পুনর্নির্বাচনের দাবিতে আগামিকাল ফের আদালতে যেতে চলেছে বিজেপি, সেই কথাও জানালেন বিরোধী দলনেতা। বললেন, ‘রাজ্য নির্বাচন কমিশন ভোটারদের ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। তাঁদের আর্থিক সাহায্য দিতে হবে।’ পঞ্চায়েতের সময়ে এত অস্ত্র কীভাবে এল, অস্ত্রের টাকা কে দিল, তা নিয়ে এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি। পাশাপাশি এতগুলি মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তুলছেন তিনি।

কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!