West Bengal Weather: ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি, কোথায়?
West Bengal, Kolkata Weather Report: পাশাপাশি সিকিম-ভুটানেও চলছে বৃষ্টি। সিকিম, ভুটানের জলেও বাড়তে পারে উত্তরবঙ্গের বিপদ। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছএ দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা: পুজোর প্রস্তুতিতে বারবার বাধা বর্ষার। পুজোর মুখে খলনায়ক ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টির আশঙ্কা। বলছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু এলাকায়। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। এই ঘূর্ণাবর্তে মূলত উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি থাকছে। পুজোর আগে পাহাড়ে আরও ধস নামার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি সিকিম-ভুটানেও চলছে বৃষ্টি। সিকিম, ভুটানের জলেও বাড়তে পারে উত্তরবঙ্গের বিপদ। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছএ দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলার বেশিরভাগ এলাকাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলাতে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২-১ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা।
কলকাতায় বুধবার মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ।
