ভাদ্রর ভারী বর্ষণে ধস নামার আশঙ্কা উত্তরে, দক্ষিণে উলট পুরাণ, বাড়তে চলেছে তাপমাত্রা
West Bengal Weather Update: মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর ভারতের দিকে সরে গিয়েছে। এর ফলে সিকিম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে।
কলকাতা: আগামী দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছেই। সোমবার এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর ভারতের দিকে সরে গিয়েছে। এর ফলে সিকিম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বাড়বে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও আগামিকাল অসম, অরুণাচল প্রদেশ-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। নতুন করে বর্ষণ বাড়বে ২৫ ও ২৬ অগস্ট। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় এবং দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভাদ্র মাসে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরের পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে। যে কারণে ইতিমধ্যেই উত্তরের জেলাগুলির উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও দু-এত পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদরা