West Bengal Weather Update: ‘অশনি’ সঙ্কেত বাংলার বুকে… ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিয়েছে, বাংলায় কবে থেকে বৃষ্টি শুরু, জানাল হাওয়া অফিস
Cyclone: মে মাস এমনিতেই বাংলায় ঘূর্ণিঝড়ের মাস। বঙ্গোপসাগরে মে মাসে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।
কলকাতা: মধ্য আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হল শুক্রবার। এবার উত্তর-পশ্চিমে সরতে শুরু করবে এই নিম্নচাপ। ৭ মে অর্থাৎ শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা সেটি। হাওয়া অফিস বলছে, রবিবার তা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে ১০ মে সন্ধ্যায় অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। তবে এর ল্যান্ডফল কোথায় হবে অর্থাৎ কোথায় আছড়ে পড়বে তা এখনও বলার সময় আসেনি বলেই হাওয়া অফিসের দাবি। আগে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পুরোপুরি পরিস্থিতি তৈরি হলে তারপরই তার গতিবিধির আঁচ মিলতে পারে। তবে উপকূলীয় জেলা প্রশাসন ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
হাওয়া অফিসও ১০ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করেছে। উপকূলের জেলাগুলির জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ১০ থেকে ১৩ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দু’ এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১০ মে পশ্চিমবঙ্গের উপকূল বরাবর ও উপকূলের অদূরে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
— IMD Kolkata (@ImdKolkata) May 6, 2022
IMD issues new list of Names of Tropical Cyclones over north Indian Ocean. The current list has a total of 169 names including 13 names each from 13 WMO/ESCAP member countries. Detailed Press Release available at https://t.co/dArV0Ug8nh and https://t.co/wRl94BzRXr pic.twitter.com/ge0oVz4riD
— India Meteorological Department (@Indiametdept) April 28, 2020
এই ঘূর্ণিঝড় তৈরি হলে, নাম হবে ‘অশনি’। শ্রীলঙ্কা এর নামকরণ করেছে। সিংহলী শব্দ ‘রথ’ (Wrath) যার অর্থ তীব্র রোষ, তা থেকেই এই ‘অশনি’ নাম রাখা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি বাংলায় পড়বে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হাওয়া অফিস বলছে, এখনই এই সম্ভাব্য সাইক্লোনের গতিবিধি বলা সম্ভব নয়। তবে সোমবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর-সহ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মে মাস এমনিতেই বাংলায় ঘূর্ণিঝড়ের মাস। বঙ্গোপসাগরে মে মাসে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ২০২১ সালে এই মে মাসেই ঘূর্ণিঝড় ইয়াস দাপট দেখায়। ২০২০ সালের মে মাসে তোলপাড় করেছিল আমফান। ২০১৯ সালে ফণিও এই মে মাসেই। ২০০৯ সালের আয়লাও এই মাসেই।