Amit Shah : সৌরভের বাড়িতে ‘শাহি’ নৈশভোজ, শুধুই সৌজন্য সাক্ষাৎ? কী বলছেন বোর্ড সভাপতি?

Amit Shah: কেন হঠাৎ সৌরভের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? রাজনৈতিক কোনও আলোচনা হবে কি তাঁদের মধ্যে? এমন চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Amit Shah : সৌরভের বাড়িতে 'শাহি' নৈশভোজ, শুধুই সৌজন্য সাক্ষাৎ? কী বলছেন বোর্ড সভাপতি?
সৌরভের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ অমিত শাহকে
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 6:32 PM

কলকাতা : কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার জন্য সময় বের করে নিয়েছেন অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ। অমিত শাহকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন অমিত শাহ। এমনই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবে কেন হঠাৎ সৌরভের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? রাজনৈতিক কোনও আলোচনা হবে কি তাঁদের মধ্যে? এমন চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

তবে শুক্রবার বিকেলে এই বিষয়ে মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কী কারণে অমিত শাহ আসবেন তাঁর বেহালার বাড়িতে, তা নিয়ে প্রশ্ন করায় সৌরভ জানান, “অনেক কথা রটে। আমার সঙ্গে বহুদিনের আলাপ। অমিত শাহর সঙ্গে ২০০৮ সাল থেকে পরিচয় আমার। খেলার সময়েও দেখা হত। কিন্তু সেইসময় ওত দেখা হত না। কারণ আমি বাইরে বাইরে থাকতাম। এর বেশি কিছু নয়।” অর্থাৎ, বোর্ড সভাপতির বাড়িতে অমিত শাহের নৈশভোজ যে কেবলই সৌজন্য সাক্ষাৎ, এমনই জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলে, এই নিয়ে গুঞ্জন কিন্তু থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, ক্রিকেট বোর্ডে অমিত শাহর ছেলে জয় শাহও রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে রয়েছেন তিনি। সেই ক্ষেত্রে সৌরভ ও জয় শাহকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাজকর্ম সামলাতে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হয়। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগেও সৌরভ কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরেই রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন অমিত শাহকে দই, রসোগোল্লা খাওয়াতে। সেই প্রসঙ্গে বোর্ড সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দিদি বাঙালি, তাই তিনি বলেছেন। একজন বাঙালি যেভাবে মানুষকে আপ্যায়ণ করে থাকেন, উনি সেইভাবেই বলেছেন।”

তবে সৌরভের বাড়িতে শাহি মেনুতে শুক্রবার সন্ধেয় কী কী থাকছে, সেই বিষয়েও খোলসা করে কিছু বলেননি সৌরভ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরামিষ আহারের ব্যবস্থা করা হয়েছে। সৌরভ জানিয়েছে, “আমি বাড়ি গিয়ে দেখব। তবে উনি নিরামিষাশী।”

সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা