Justice Abhijit Gangopadhyay: আমার পুজো মানেই আড্ডা: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Abhijit Gangopadhyay: ঈশ্বরচন্দ্র নিবাসে আসার পরেই আবাসিকদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় অভিজিতবাবুকে। থিম পুজো ভাল লাগে নাকি সাবেকি, আড্ডা থেকে বিরিয়ানি প্রেম, বিচারপতির মুখে সবই শুনল টিভি-৯ বাংলা।
কলকাতা: তিনিও ভালবাসেন পুজোয় জমিয়ে আড্ডা দিতে, ভালবাসেন খেতে, তিনি আর পাঁচজনের মধ্যেই মেতে ওঠেন পুজোর আনন্দে। কথা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। মহাপঞ্চমীতে উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা বাংলায়। কলকাতায় রাস্তায় জনস্রোত। এরইমধ্যে উল্টোডাঙার আবাসনের পুজো দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন উল্টোডাঙা ঈশ্বরচন্দ্র নিবাসে বিশেষ অতিথি হিসাবে দেখা যায় তাঁকে।
ঈশ্বরচন্দ্র নিবাসে আসার পরেই আবাসিকদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় অভিজিতবাবুকে। থিম পুজো ভাল লাগে নাকি সাবেকি, আড্ডা থেকে বিরিয়ানি প্রেম, বিচারপতির মুখে সবই শুনল টিভি-৯ বাংলা। পুজোর সাজে সেজে ক্যামারের মুখোমুখি হয়ে খোশ মেজাজে বললেন, “আমার কাছে পুজো মানেই হচ্ছে নিখাদ এবং নিরবিচ্ছিন্ন আড্ডা। খাওয়া-দাওয়ার তো কখনও কোনও ঠিক থাকে না। কখন খাচ্ছি, কী খাচ্ছি সেসব কিছুই ঠিক থাকে না। একটু ঘুম। আবার পরের দিন থেকে আড্ডা।”
শহর হোক বা শহরতলি সর্বত্রই এখন থিম পুজোর ছড়াছড়ি। তবে সাবেকি পুজোর চলও রয়েছে অনেক জায়গাতেই। কিন্তু, তাঁর পছন্দ কোনটা? শুনে কিন্তু বিচারপতির স্পষ্ট উত্তর, “আমার দুটোই ভাল লাগে। তবে থিমের মধ্যে তো অসম্ভব পরিশ্রমের ছাপ দেখতে পাওয়া যায়। আমার মনে হয় সারা পৃথিবীতে এটা দুর্লভ।”
ছুটি ঘণ্টা বেজেছে কলকাতা হাইকোর্টে। ফের খুলবে কালীপুজোর পর। বছরের সবথেকে বড় ছুটি কীভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে বিচারপতির? হাসিমুখে বললেন, “এটাই তো আমাদের সবথেকে বড় ছুটি। এবার তো বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। বন্ধুরা বাড়িতে আসে। যাদের সঙ্গে সারা বছর খুব একটা দেখা করার সুযোগ হয় না তাঁদের সঙ্গে দেখা হবে। পাশাপাশি বইটই পড়ব, পুরনো গান শুনব, নতুন গানও শোনা হয়।”