AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট কী? কীভাবে ফেলা হচ্ছে ফাঁদে? এখানেও কি চিনের হাত!

Digital Arrest: 'এফআইআর' করা হবে, 'অ্যারেস্ট' করা হবে বলে নানা ভাবে 'টার্গেট'-এর মনে প্রতারকরা ভয় তৈরি করে। তৃতীয় পর্যায়ে, এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়।

Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট কী? কীভাবে ফেলা হচ্ছে ফাঁদে? এখানেও কি চিনের হাত!
| Updated on: Nov 14, 2024 | 4:39 PM
Share

স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসক। আর্থিক অবস্থা বেশ স্বচ্ছল। হঠাৎ একদিন তাঁদের কাছে একটি ফোন আসে ‘ট্রাই'(TRAI)-এর নাম করে। বলা হয় ‘আপনার নম্বরটি একাধিক ক্রাইমে ব্যবহার করা হয়েছে। আপনাকে আমরা মুম্বই পুলিশের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি।’ এরপরেই দেখা যায় মুম্বই পুলিশের উর্দিধারী কিছু লোক তাঁকে ভিডিয়ো কল করে। নানা সমস্যায় জড়িয়ে পড়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ওই দম্পতির কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এই ঘটনা প্রথম নয়, গত কয়েক মাসে এমন অগুনতি ঘটনা ঘটেছে সারা দেশ জুড়ে। কোথাও ভয় দেখিয়ে, কোথাও হ্যাক করে, কোথাও ব্যাক্তিগত ছবি লিক করে দেওয়ার ভয় দেখিয়ে, কোথাও খারাপ ভিডিয়ো পাঠিয়ে সম্মানহানি করার ভয় দেখিয়ে, এমন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন