Onion Price Hike: সেঞ্চুরির পথে পেঁয়াজ, দামের ঝাঁঝে চোখে জল নিয়ে বাজার ছাড়ছে মধ্যবিত্ত
Onion Price Hike: কলকাতার বাজারগুলিতে পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের। বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একটু ছোট সাইজের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন বাজারগুলিতে।
কলকাতা: দানা গিয়েছে। আর তারপর থেকেই বদলটা চোখে পড়ছে রাজ্যবাসীর। হু হু করে চড়েছে শাক-সবজির দাম। বাজারের নাম শুনলেই কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে মধ্যবিত্তের। এরইমধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে পেঁয়াজ নিয়ে। হঠাৎ করেই বাজারে অমিল বড় সাইজের পেঁয়াজ। আর বাকি যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। মাঝারি পেঁয়াজই ৭০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। সেখানএকদম ছোট সাইজের পেঁয়াজ বিকোচ্ছে ৪০ টাকা প্রতি কেজি দরে। এদিন সকালে হুগলির আরামবাগে দেখা গেল এই ছবি।
একই অবস্থা কলকাতারও। কলকাতার বাজারগুলিতে পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের। বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একটু ছোট সাইজের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন বাজারগুলিতে। লেক মার্কেটে আবার একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। কিন্তু, কেন চড়চড়িয়ে বাড়ছে দাম?
বিক্রেতারা বলছেন, আমদানি নেই, কিন্তু উৎসবের বাজারে চাহিদা তুঙ্গে। তাই বাড়ছে দাম। অন্যদিকে অন্য কথাও বলছেন বেশ কিছু বিক্রেতা। বলছেন, কালীপুজোর সময় চাঁদার জুলুমও ছিল প্রচুর। সেই কারণেও পেঁয়াজ নিয়ে আসে যে সব লরিগুলি সেগুলি তাদের পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে। সেই কারণেই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানাচ্ছেন কোনও কোনও বিক্রেতা। কোনও কোনও বিক্রেতা আবার বলছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই পেঁয়াজে ধরেছে পচন। আবার বৃষ্টিকে সামাল দিলেও অত্যধিক গরমে পচেছে পেঁয়াজ। তারও প্রভাব পড়েছে দামে।