BJP: সক্রিয় সদস্য কারা? তালিকা টাঙাতে বলল BJP

BJP: বিজেপি সূত্রে খবর, একজন সক্রিয় সদস্য ১০০ জন প্রাথমিক বা প্রাইমারি সদস্য করবেন। তবেই তিনি সক্রিয় সদস্য হতে পারবেন।কিন্তু এখনও পর্যন্ত বহু ক্ষেত্রেই সেই সংখ্যা কম। ফলে বিজেপির নিচু স্তরে কমিটি গঠন নিয়ে চিন্তা বাড়ছে।

BJP: সক্রিয় সদস্য কারা? তালিকা টাঙাতে বলল BJP
সক্রিয় সদস্য কারা?Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 10:33 PM

কলকাতা: লোকসভা নির্বাচনে খারাপ ফল। তারপর সদ্য সমাপ্ত উপভোটে ভরাডুবি। এমনকী জেতা আসনও হাতছাড়া হয়েছে বিজেপির। তবে ছাব্বিশের ভোটে কোনও ভুল করতে চাইছে না এ রাজ্যের বঙ্গ বিজেপি। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে পথে ময়দানে রাজ্য় নেতৃত্বের নেতারা। এরই মধ্যে এল নয়া বার্তা।

আগামী ৫ জানুয়ারি বঙ্গ বিজেপির মণ্ডল এবং জেলাগুলিতে তালিকা টাঙাতে। কীসের সেই তালিকা? সংশ্লিষ্ট তালিকায় জানাতে হবে কে কে সক্রিয় সদস্য হয়েছেন। আর এই সক্রিয় সদস্য হলে তবেই মিলবে পদাধিকারী হওয়ার সুযোগ।তালিকার বাইরে কেউ পদে আসতে পারবেন না। আর যদি সেই তালিকার বাইরে কেউ পদে আসেন তাহলে জেলা নেতৃত্বের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এমনই হুঁশিয়ারি  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।

সক্রিয় সদস্য হওয়ার শর্ত কী?

বিজেপি সূত্রে খবর, একজন সক্রিয় সদস্য ১০০ জন প্রাথমিক বা প্রাইমারি সদস্য করবেন। তবেই তিনি সক্রিয় সদস্য হতে পারবেন।কিন্তু এখনও পর্যন্ত বহু ক্ষেত্রেই সেই সংখ্যা কম। ফলে বিজেপির নিচু স্তরে কমিটি গঠন নিয়ে চিন্তা বাড়ছে। কারণ, দলের শর্তের বা নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে। আবার নিয়মের গেরোয় বহু মণ্ডলে কমিটি গঠন কঠিন হয়ে পড়েছে। এক একটি মণ্ডলে অন্তত ১১ জনের কমিটি করতে হবে। মাত্র কয়েকদিন বাকি সদস্য সংগ্রহের। এহেন পরিস্থিতি আদৌ মোকাবিলা করা যাবে? চিন্তা বাড়ছে পদ্ম শিবিরে।