Last Rites: সম্পত্তি বড় বালাই! কে করবে বৃদ্ধের সৎকার? প্রতিবেশী-আত্মীয়ের লড়াইয়ের মীমাংসা হল আদালতে

Last Rites: বৃদ্ধের মৃত্যুর পর মৃতদেহ নিতে হাজির হয় দুই পক্ষই। অবশেষে বৃহস্পতিবার সেই দেহ দু'পক্ষের হাতেই তুলে দেওয়া হয়েছে।

Last Rites: সম্পত্তি বড় বালাই! কে করবে বৃদ্ধের সৎকার? প্রতিবেশী-আত্মীয়ের লড়াইয়ের মীমাংসা হল আদালতে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 2:35 PM

কলকাতা: মৃত্যুর পরে দেহ নিয়ে টানাটানি। কে তাঁর কাছের লোক, কে তাঁর সৎকার করার অধিকারী এই নিয়ে বিভ্রাট। আর সেই টানাটানির মীমাংসা করতে আদালতেও দৌড়েছেন দু’পক্ষ। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে কলকাতার বাঁশদ্রোনি থানা এলাকায়। তবে শুধু বাঁশদ্রোনি নয়। আগে একই ঘটনা ঘটেছিল আনন্দপুর থানা এলাকাতেও। আর দুই ক্ষেত্রেই আদালতের দ্বারস্থ হতে হয় পরিবারকে। আদালতের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে।

বাঁশদ্রোণি থানা এলাকার বাসিন্দা দীপঙ্কর সাহা। বছর ৭৫-র দীপঙ্করবাবুকে তাঁর ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বাঁশদ্রোণি থানার পুলিশ। অবিবাহিত দীপঙ্করবাবু একাই থাকতেন। প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অসুস্থ হয়েই দীপঙ্করবাবুর মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। ময়নাতদন্তের পরেই দীপঙ্করবাবুর দেহ নিতে হাজির হন দু’জন। একজন তাঁর প্রতিবেশী। তিনি দাবি করেন, তিনিই দীপঙ্করবাবুর দেখভাল করতেন। আর এক জন এসে দাবি করেন তিনি দীপঙ্করবাবুর আত্মীয়।

হঠাৎ করে দু’জন দেহ নিতে হাজির হওয়ায় পুলিশ দেহ দিতে অস্বীকার করে। পুলিশ দেহ দিচ্ছে না জানিয়ে দু পক্ষই হাজির হয় আদালতে। এমন পরিস্থিতিতে আদালত দু পক্ষের বক্তব্য শুনে মঙ্গলবার নির্দেশ দেয় দু পক্ষের হাতেই দেহ তুলে দিতে হবে। তবে দেহ দেওয়ার সময় বাঁশদ্রোণি থানার অফিসার ইনচার্জকে সামনে থাকতে হবে। আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবার বাঁশদ্রোনি থানার অফিসার ইনচার্জ নিজে দাঁড়িয়ে থেকে দেহ তুলে দেন দুই পক্ষের হাতে। এরপরই সৎকার সম্পন্ন হয়।

কিন্তু শুধু কী দেখভাল বা আত্মীয় হওয়ার সুবাদে দেহ নিয়ে এই টানাটানি? দীপঙ্করবাবুর পরিচিতরা মনে করছেন তাঁর ফ্ল্যাট আর সম্পত্তির জন্যই এই টানাটানি। যদিও সম্পত্তি নিয়ে মীমাংসার জন্য আলাদাভাবে সিভিল কোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

আনন্দপুরের ঘটনায় এই টানাপোড়েনে প্রায় ২ বছর পড়েছিল দেহ। সেখানেও মৃতদেহ সৎকারের টানাপোড়নে কারণ ছিল সম্পত্তি। আত্মীয় ও পরিচারক দুজনের ছিলেন দাবিদার। উল্লেখ্য, আরও একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কাটোয়া হাসপাতালে একই সমস্যার জেরে এক বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে এক বৃদ্ধার দেহ। সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, যাতে অবিলম্বে সৎকার করা হয়।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?