BJP: আতসকাচের নিচে ১০-১২ জন! বদল হবে বিজেপির একাধিক জেলা সভাপতি?
West Bengal BJP: যদিও বিজেপির একাংশের মতে, নির্বাচনে দোরগোড়ায় এখন নতুন করে সভাপতি করা হলে গোষ্ঠী লড়াই মাথা চাড়া দিতে পারে। আরেক অংশের মতে, ওই সভাপতিদের রেখে আদতে দলের কোনও লাভ হচ্ছে না। ফলে বদল করা প্রয়োজন রয়েছে।

কলকাতা: বদল হবে বিজেপির একাধিক জেলা সভাপতি? চর্চা বঙ্গ বিজেপি জুড়ে। সূত্রের খবর, তার বেশিরভাগ কলকাতা ও তার লাগোয়া এলাকায়। দশ-বারোটি সাংগঠনিক জেলার সভাপতিদের ভূমিকা আতসকাচের নিচে। তাঁদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে দলের অন্দরে। সেই পারফরম্যান্স অনুসারে গ্রাফ একবারেই নিম্নমুখী বলে জানা যাচ্ছে। ফলে তাঁদের কি বদল হবে? প্রশ্ন ঘুরছে।
যদিও বিজেপির একাংশের মতে, নির্বাচনে দোরগোড়ায় এখন নতুন করে সভাপতি করা হলে গোষ্ঠী লড়াই মাথা চাড়া দিতে পারে। আরেক অংশের মতে, ওই সভাপতিদের রেখে আদতে দলের কোনও লাভ হচ্ছে না। ফলে বদল করা প্রয়োজন রয়েছে। এহেন আবহে মধ্যে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন শমীক ভট্টাচার্য। মূলত রাজ্য কমিটি গঠন, ভোটার তালিকা ও আগামী কর্মসূচি সংক্রান্ত বিষয়েই বৈঠক।
সোমবার বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশালের সঙ্গেই রাজ্যে ফেরার কথা তাঁর। সোমবার আবার সাংগঠনিক বৈঠক করার কথা বঙ্গ বিজেপির। সেখানে রাজ্য কমিটি থেকে জেলা কমিটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত নতুন করে দশ বারো জেলায় সভাপতি বদল হয় কিনা! আর তা হলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তা যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
