Ram Mandir Prasad: অ্যামাজনে পাওয়া যাচ্ছে রাম মন্দিরের প্রসাদ? জানুন সত্যিটা
Ram Mandir Prasad: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। তার আগে অনেকেই প্রসাদের খোঁজ করছেন অনলাইনে। সবার পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয়। তাই তাঁরা চাইছেন, যদি ঘরে বসেই প্রসাদ পাওয়া যায়।
নয়া দিল্লি: খাবার থেকে শুরু করে নিত্য় প্রয়োজনীয় জিনিস, সব ক্ষেত্রেই সাধারণ মানুষ এখন ই কমার্সের ওপর নির্ভরশীল। চাইলেই সবকিছু হাতের কাছে পাওয়া যায় এই সব সংস্থা থেকে। রাম মন্দির উদ্বোধনের আগে যখন দেশ জুড়ে প্রস্তুতি চলছে, তখন রাম মন্দিরের প্রসাদের খোঁজ করছেন অনেকেই। কেউ কেউ সেই প্রসাদের সন্ধান পেয়েছেন অ্যামাজনে। বাড়িতে বসেই রাম মন্দিরের প্রসাদ পাওয়া যাবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে আদৌ কি সেটা সম্ভব?
সম্প্রতি প্রসাদের নামে মিষ্টি বিক্রি করার জন্য অভিযোগ উঠেছে ই কমার্স সংস্থা অ্যামাজনের বিরুদ্ধে। এই বিষয়ে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি অ্যামাজনকে একটি নোটিসও দিয়েছে। অভিযোগ, রাম মন্দিরের প্রসাদের নাম করে সাধারণ মিষ্টি বিক্রি করা হচ্ছে এই সংস্থায়। এই বিষয়ে সংস্থার কাছে জবাব তলব করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব না দিতে পারলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, অ্যামাজনে বিক্রি হওয়া মিষ্টির ছবির নীচে যে ডেসক্রিপশন বা বর্ণনা থাকে, সেখানে প্রসাদের কথা লেখা আছে। কোনওটাতে লেখা রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রাম মন্দির প্রসাদ, রাম মন্দির অযোধ্যা প্রসাদ ইত্যাদি। এভাবে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই ক্রেতা সুরক্ষা আইনে নোটিস পাঠানো হয়েছে ওই সংস্থাকে।
গুনমাণ, পরিমাণ বা অন্য যে কোনও বিষয়ে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন করা বা পণ্য বিক্রি করা ক্রেতা সুরক্ষা আইনের পরিপন্থী। সেই কারণেই এই নোটিস পাঠানো হয়েছে ওই সংস্থাকে। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। তার আগে অনেকেই প্রসাদের খোঁজ করছেন অনলাইনে। তাঁরা যাতে প্রতারিত না হন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সংস্থার বিরুদ্ধে।