Weather Forecast: রাজ্যে জারি কমলা সতর্কতা, সাক্ষী হতে পারেন শিলাবৃষ্টির
Weather Forecast: বৃহস্পতিবারই প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তার জেরে তাপমাত্রাও কমেছে বেশ কিছুটা। শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতা : পশ্চিমি ঝঞ্ঝার জের। ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হল রাজ্যে। আগামী তিন দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। বেশ কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তার জেরে তাপমাত্রাও কমেছে বেশ কিছুটা। বজ্রপাতে রাজ্যের একাধিক জেলায় মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এবার শুক্রবার বিকেলে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আপাতত বাড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং-এ এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যে তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই, আশ্বাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। দুপুরে, বিকেলে আরও কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল আপামর রাজ্যবাসীর। বেশির ভাগ জেলাতেই তাপপ্রবাহ দেখাগিয়েছিল। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল একাধিক জায়গায়। সেই অবস্থা থেকে অবশেষে মুক্তি পাওয়া গিয়েছে। আপাতত গরম বাড়ার আর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আগামী ৩-৪ দিন কোনও না কোনও জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হয়েছে।