Justice Abhijit Ganguly: কুণালকে প্রণাম, তিনি যে এত বড় ভবিষ্যৎদ্রষ্টা আমার জানা ছিল না: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Kunal Ghosh: কুণাল ঘোষ বললেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই।'
কলকাতা: কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)) একক বেঞ্চে নিয়োগের মামলা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের কথা প্রকাশ্যে আসার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় হাইকোর্টে তাঁর এজলাসে বসে বলেছেন, ‘কুণাল ঘোষকে (Kunal Ghosh) প্রণাম জানাব, কারণ তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, আজ তা মিলে গিয়েছে। তিনি এত বড় ভবিষ্যতদ্রষ্টা সেটা আমার জানা ছিল না। যেভাবে হোক প্রণাম পৌঁছে দেবেন।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কিছুসময় পরেই সাংবাদিক বৈঠকে বসেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বিচারপতির সেই কথা শোনার পর কুণাল ঘোষও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রণাম জানিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর কোনও ব্যক্তিগত বিরোধ নেই, সেই কথাও স্পষ্ট করেছেন তিনি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রণাম জানানো প্রসঙ্গে ঠিক কী বললেন তৃণমূল মুখপাত্র? কুণাল ঘোষ বললেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই। তিনি চেয়ারে বসে মামলার বিচারক হিসেবে যা যা করেছেন… তার মধ্যে যদি কোনও অন্য়ায় দেখে তদন্তের নির্দেশ দেন… যে অন্যায় করেছে, তার প্রতি কড়া ব্যবস্থা নেন… সেক্ষেত্রে আমি বা আমরা (তৃণমূল) তা ডিফেন্ড করতে যাব না।’
বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেও, তাঁকে বাঁকা খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ। ঠিক কোন জায়গায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপত্তি বা বিরোধ, সেটির ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর চেয়ারে বসে, সেই চেয়ারকে অপব্যবহার করে আমার দল ও দলনেতা-দলনেত্রী সম্পর্কে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন, যার সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই। বিচারপতির চেয়ারে বসলেও সেগুলি বলা যায় না। আমি দলের একজন সাধারণ সৈনিক ও মুখপাত্র হিসেবে তাঁর সেই সংলাপগুলি ও উইশলিস্ট চাপিয়ে দেওয়ার অংশের বিরোধিতা করেছি। এর বাইরে ওনার প্রতিও আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা রয়েছে।’
অর্থাৎ, নিজের বক্তব্যে কুণাল ঘোষ বার বার বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও বিরোধ নেই। কিন্তু বিচারপতির কিছু মন্তব্য নিয়ে ঘোর আপত্তি রয়েছে তৃণমূল মুখপাত্রর।