Kunal Ghosh on Mukul Roy: ‘সোম-বুধ-শুক্র তৃণমূলে থাকেন মুকুল’, ‘উচ্চমার্গের রহস্য’ দেখছেন কুণাল ঘোষ
Kunal Ghosh on Mukul Roy: শুভ্রাংশুর অভিযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুণাল। বাবাকে অপহরণ করা হয়েছে বলে যে অভিযোগ দায়ের করেছেন কুণাল ঘোষ, তা তদন্ত সাপেক্ষ ব্যাপার বলেই মন্তব্য করেছেন তিনি।
কলকাতা : মুকুল রায় তৃণমূলে আছেন না বিজেপিতে, এ নিয়ে চর্চা হয়েছে বিস্তর। ঘটা করে তৃণমূলে যোগ দেওয়া মুকুলকে বিধানসভা বিজেপি বিধায়ক বলেই স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিক ময়দানে তাঁকে খুব বেশি সক্রিয় হতে দেখা না গেলেও সোমবার রাত থেকে নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের নাম। তাঁর আচমকা দিল্লি সফর, ছেলে শুভ্রাংশুর করা অপহরণের অভিযোগ নিয়ে জল্পনা তুঙ্গে। এই বিষয়টাকেই ‘উচ্চমার্গের রহস্যজনক ব্যাপার’ বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুকুল রায়কে মায়াবী শিল্পের তারকা বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, মুকুল রায় কখন কোন দলে থাকেন, তা বলা মুস্কিল।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘মুকুল রায়ের ব্যাপারটা উচ্চমার্গের রহস্যজনক ব্যাপার। হঠাৎ দিল্লি চলে গেলেন তিনি। কেন গেলেন, বলতে পারব না।’ তাঁর দাবি, তৃণমূলের কর্মসূচি চলছে প্রতিনিয়ত, অথচ কোথাও দেখা যায় না মুকুলকে। কুণালের কথায়, ‘যিনি এমনিতেই নিখোঁজ ছিলেন, তাঁর নতুন করে নিখোঁজ হওয়ার কেন প্রয়োজন পড়ল, বলা মুস্কিল।’
তবে শুভ্রাংশুর অভিযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুণাল। বাবাকে অপহরণ করা হয়েছে বলে যে অভিযোগ দায়ের করেছেন কুণাল ঘোষ, তা তদন্ত সাপেক্ষ ব্যাপার বলেই মন্তব্য করেছেন তিনি।
তবে মুকুল তৃণমূলে আছেন বলে মেনে নিচ্ছেন নাকি তাঁকে বিজেপি বিধায়ক বলেই চিহ্নিত করছেন, তা কুণালের কথায় স্পষ্ট হয়নি। তিনি বলেন, ‘মুকুল রায়কে নিয়ে চিত্রনাট্য চলছে। উনি সোম, বুধ, শুক্র তৃণমূলে থাকেন, মঙ্গল, বৃহস্পতি, শনি বিজেপিতে থাকেন। আর রবিবার বাড়িতে বসে চা খান। যদি বিজেপিতেই থাকেন, তাহলে তো আর নতুন করে বিজেপিতে যাওয়ার কোনও ব্যাপার নেই। এটা উচ্চমার্গের শিল্প, এর মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়।’
মুকুল দিল্লি যাওয়ার পর তাঁর ছেলে শুভ্রাংশু বলেছেন, ‘একটি বড় টাকার খেলা হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, মুকুল রায়কে অপহরণ করা তো লস। তাঁকে অপহরণ করে টাকা চাওয়া হবে, নাকি তাঁকে রাখতে গেলে টাকা দিতে হবে, সেটা বিবেচ্য বিষয়।’
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ভবনে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নিতে দেখা যায় মুকুল ও শুভ্রাংশুকে। পরে বিধানসভায় মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে চলে শুনানি। পরে তাঁকে বিজেপি বিধায়ক বলেই রায় দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।