Paschim Banga Dibas: ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে মিল নেই মতের, বৈঠকে আদৌ থাকবে বাম-কংগ্রেস-বিজেপি?
Paschim Banga Dibas: কংগ্রেস মনে করে যে ২০ জুন দিনটা একটা বিভেদের দিন, তাই সেই দিনটা উদযাপন করা উচিত নয়।
কলকাতা: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য নির্দিষ্ট দিন ঠিক করতে সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে নবান্ন। তবে সেই বৈঠকে বিরোধীরা আদৌ যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে মত পার্থক্য রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। বিজেপি চায়, ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হোক। আর বাম ও কংগ্রেসের মত হল ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হতে পারে না। এছাড়া, রাজ্য সরকারের প্রস্তাবিত ১ বৈশাখ দিনটি নিয়েও আপত্তি রয়েছে সিপিএম-এর একটা বড় অংশের।
আগামী ২৯ অগস্ট নবান্ন সভাঘরেই হবে ওই সর্বদল বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র দিন নিয়ে আলোচনা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, এখনও পর্যন্ত বৈঠকের আমন্ত্রণপত্র তাঁর হাতে আসেনি। হাতে এলে তাঁরা ঠিক করবেন, বৈঠকে যাওয়া হবে কি না।
দুটি পৃথক দিন নিয়েই মূল দ্বন্দ্ব। বিজেপি মনে করে, ২০ জুন অর্থাৎ যে ১৯৪৭ সালের যে দিন পশ্চিমবঙ্গ ও পাকিস্তানের ভাগাভাগি হয়েছিল, সেটাই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা উচিৎ। আর রাজ্য সরকারের দাবি, ১ বৈশাখ পালিত হোক ‘পশ্চিমবঙ্গ দিবস’। কংগ্রেস মনে করে যে ২০ জুন দিনটা একটা বিভেদের দিন, তাই সেই দিনটা উদযাপন করা উচিত নয়।
অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘আলাদা করে একটা দিন কেন পশ্চিমবঙ্গের জন্য পালিত হবে?’ বামেদের দাবি, ১৯৪৭ সালের সেই দিন আর আজকের পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ১৯৫৬ সাল পর্যন্ত চলেছে সেই ভাঙা গড়া। তাই তারাও বৈঠকে থাকবে কি না, তা স্পষ্ট নয়।