INDIA: প্রধানমন্ত্রী মুখ সামনে আনার প্রয়োজন নেই, ইন্ডিয়া জোটের নামেই ভোট চাওয়া উচিত: শরদ পওয়ার

Sharad Pawar: মল্লিকার্জুন খাড়্গেকে জোটের চেয়ারপার্সন করা প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, কিছু নেতা ইন্ডিয়া জোটের সভাপতি হিসাবে খাড়্গের নাম প্রস্তাব করেছিলেন। অনেকেই সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। জোটের আহ্বায়ক হিসাবে নীতীশ কুমারের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, এখন এই পদের প্রয়োজন নেই বলেই তিনি প্রস্তাব খারিজ করেছেন বলে জানান এনসিপি সুপ্রিমো।

INDIA: প্রধানমন্ত্রী মুখ সামনে আনার প্রয়োজন নেই, ইন্ডিয়া জোটের নামেই ভোট চাওয়া উচিত: শরদ পওয়ার
এনসিপি প্রধান শরদ পাওয়ার।
Follow Us:
| Updated on: Jan 13, 2024 | 8:20 PM

নয়া দিল্লি: বিরোধী জোট ইন্ডিয়া-র এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার প্রয়োজন নেই। বরং জনগণের কাছে জোটের নামেই ভোট দেওয়ার আহ্বান জানানো উচিত। এমনটাই মনে করেন ইন্ডিয়া জোটের বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। জোটের নামে ভোট চাইলেই জয় আসবে বলেও মনে করেন প্রবীণ এই রাজনীতিক। এপ্রসঙ্গে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকারের উদাহরণও তুলে ধরেন পাওয়ার।

শনিবার সকালেই ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নাম ঘোষিত হয়েছে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার বদলে জোটের নামে ভোটের আহ্বান জানানোর দাবি জানান এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁর কথায়, “এই প্রজেক্টের (ইন্ডিয়া জোট) প্রধানমন্ত্রীর মুখ তুলে ধরার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, বরং জোটের (ইন্ডিয়া) নামে ভোট চাওয়া উচিত। আমরা বিশ্বাস করি, দেশ বিকল্প বেছে নেবে।” এপ্রসঙ্গে তিনি জানান, ১৯৭৭ সালে জনতা পার্টির ছাতার তলায় মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু, নির্বাচনের সময় তাঁকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরা হয়নি।

অন্যদিকে, মল্লিকার্জুন খাড়্গেকে জোটের চেয়ারপার্সন করা প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, কিছু নেতা ইন্ডিয়া জোটের সভাপতি হিসাবে খাড়্গের নাম প্রস্তাব করেছিলেন। অনেকেই সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। জোটের আহ্বায়ক হিসাবে নীতীশ কুমারের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, এখন এই পদের প্রয়োজন নেই বলেই তিনি প্রস্তাব খারিজ করেছেন বলে জানান এনসিপি সুপ্রিমো।

জোটের সভাপতি নির্বাচন থেকে রণকৌশল নিয়ে আলোচনা হলেও অনেক রাজ্যেই আসনরফা নিয়ে কংগ্রেসের সঙ্গে শরিক দলগুলির বিরোধ স্পষ্ট হচ্ছে। যদিও সেই বিরোধের জল্পনা উড়িয়ে দিয়েছেন শরদ পওয়ার। তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব আসন রফা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।”