রান্নাঘরে এক চিমটে হলুদ আর হাতে ১০ মিনিট থাকলেই আপনি পেয়ে যাবেন ফর্সা ত্বক

Turmeric Face Packs: হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি যৌগ পাওয়া যায়। এটি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। হলুদ ব্যবহার করায় যেমন ব্রণ ও দাগছোপ দূর হবে, তেমনই ত্বক ফর্সা দেখাবে। সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়, যদি আপনি হলুদের ফেসপ্যাক ব্যবহার করেন।

রান্নাঘরে এক চিমটে হলুদ আর হাতে ১০ মিনিট থাকলেই আপনি পেয়ে যাবেন ফর্সা ত্বক
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 1:26 PM

কোল্ড ক্রিম ছাড়া শীতকাল চলে নিন। কিন্তু প্রতিদিন মুখে কোল্ড ক্রিম মাখলে ত্বক কালো দেখায়। ত্বকের প্রাকৃতিক জেল্লা চলে যায়। ত্বকের উপর মৃত কোষের স্তর জমতে থাকে। এই অবস্থায় ত্বককে উজ্জ্বল করতে কাজে আসে এক চিমটে হলুদ। বাঙালির হেঁশেলে সহজেই পাওয়া যায় হলুদ। এই হলুদকে যদি আপনি স্কিন কেয়ারের অংশ করে তুলতে পারেন, উপকার পাবেন ১০০ শতাংশ। আজকাল বিভিন্ন প্রসাধনীতেও হলুদ পাওয়া যায়। তাই হলুদের সঙ্গে আপনাকে বন্ধুত্ব পাতাতেই হবে।

হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি যৌগ পাওয়া যায়। এটি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। হলুদ ব্যবহার করায় যেমন ব্রণ ও দাগছোপ দূর হবে, তেমনই ত্বক ফর্সা দেখাবে। সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়, যদি আপনি হলুদের ফেসপ্যাক ব্যবহার করেন। কীভাবে হলুদের ফেসপ্যাক বানাবেন এবং ব্যবহার করবেন, রইল টিপস।

১) ২ চামচ বেসন, ১/২ চামচ হলুদ, ১/২ চামচ লেবুর রস এবং অল্প গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ত্বকের উপর লাগান এবং শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকের উপর প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে এবং ব্রণ দূর করতে সাহায্য করবে। পাশাপাশি আপনি পাবেন নিখুঁত ত্বক।

২) ২ চামচ টক দইয়ের সঙ্গে ১/৪ চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং ত্বকের জেল্লা ফিরিয়ে তুলতে সাহায্য করবে।

৩) ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ মধু এবং ১/৪ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর লাগান। আপনি যদি পিম্পেল, ফুসকুড়ি, চুলকানির মতো সমস্যায় ভোগেন, তাহলে এই ফেসপ্যাক আপনাকে ত্বকের সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিন।

৪) ২ চামচ বেসন, ১ চামচ দুধ ও ১/২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটা ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে থাকা সমস্ত দাগছোপ দূর করে দেবে।

৫) ১ চামচ চন্দন গুঁড়োর সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকও আপনাকে ফর্সা ত্বক এনে দেবে।