Ghee: এবার ঘিয়ের গুণে বৃদ্ধি পাবে চুলও! মাত্র দু’টি উপাদান দিয়ে তৈরি করুন ঘিয়ের হেয়ার প্যাক
Hair Care: মসৃণ ও শক্তিশালী চুল গড়ে তুলতে ঘিয়ের কোনও বিকল্প হয় না। চলুন দেখে নেওয়া যাক, চুলের যত্নে কীভাবে ঘি ব্যবহার করবেন...
ভারতের প্রতিটি রান্নাঘরে ঘি (Ghee) থাকে। এই ঐতিহ্যবাহী উপাদানটির গুণ অনেক। স্বাস্থ্যে এর হাজারো উপকারিতা তো রয়েছেই, এর পাশাপাশি ত্বকের যত্নেও ঘি দারুণ কাজ করে। এমনকি আয়ুর্বেদও ঘি খাওয়ার এবং ত্বকের ঘি মাখার উপদেশ দেয়। কিন্তু চুলে (Hair Care) কোনওদিন ঘি মাখার কথা ভেবেছেন? সৌন্দর্যের জগতে ঘিয়ের জুড়ি মেলা ভার। অনেকেই রয়েছেন যাঁরা নিয়মিত ঘি দিয়ে ত্বক ময়েশ্চারাইজড করেন। এই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন, চুলের ক্ষেত্রেও। গরমে রুক্ষ, শুষ্ক চুলের যত্নে যদি ঘি (Hair Pack) যোগ করেন তাহলে নিজেই দেখতে পাবেন তফাৎ। মসৃণ ও শক্তিশালী চুল গড়ে তুলতে ঘিয়ের কোনও বিকল্প হয় না। চলুন দেখে নেওয়া যাক, চুলের যত্নে কীভাবে ঘি ব্যবহার করবেন…
গরমে স্ক্যাল্পে ঘাম বসে ফুসকুড়ি, চুলকানির মত একাধিক সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে রেহাই পেতে ঘি দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। অল্প পরিমাণ ঘি গলিয়ে অল্প গরম অবস্থায় গোটা চুলে লাগিয়ে নিন। এরপর আধঘন্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার রুক্ষ, শুষ্ক চুলের সমস্যাও দূর হবে। আর্দ্রতার কারণে এই সমস্যা দেখা যায়, কিন্তু ঘি ব্যবহার করলে এই সমস্যা দূর হয়ে যাবে।
প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে ঘি দুর্দান্ত কাজ করে। চুলের গভীরে গিয়ে শুষ্কতা দূর করতে দারুণ কার্যকর এই উপাদানটি। এর জন্য আপনাকে বিশেষ কিছু করতেও হবে না। রাতে চুলে ঘি মেখে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে নিলেই আপনি পেয়ে যাবে মসৃণ চুল। এমনটা নিয়মিত করলে আপনার চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।
এছাড়া স্ক্যাল্পে ঘি ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়। এর ফলে চুল দ্রুত বৃদ্ধি পায়। অন্যদিকে, ঘি স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড। এর ফলে চুলের ফলিকলকে পুষ্টি পায় যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এর পাশাপাশি চুল ঘনও হয়। কিন্তু অনেকেই রয়েছেন, যাঁরা নিয়মিত চুলে তেল মালিশ করেন না। কিংবা কেউ কেউ তেল মালিশের সময় পান না। সেই ক্ষেত্রে সপ্তাহে এক বার ঘিয়ের তৈরি হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন।
যদি আপনার মাথায় খুশকির সমস্যা থাকে দুই টেবিল চামচ ঘিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর কোনও মাইল্ড অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতেই কমে যাবে আপনার খুশকির সমস্যা।
আর যদি উজ্জ্বল ও মসৃণ চুল পেতে চান, তাহলে দু’ টেবিল চামচ ঘিয়ের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে সেটা সামান্য গরম করে নিন। আপনার পছন্দমতো কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে ও গোটা চুলে ম্যাসাজ করুন। তারপর শাওয়ার ক্যাপ লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন: রূপচর্চার সময় নেই? মাত্র ৬টি উপায়ের মধ্যে লুকিয়ে রয়েছে নিখুঁত ত্বকের রহস্য