Couple Goals: বন্ধুর বিয়েতে কর্তা-গিন্নির একসঙ্গে নিমন্ত্রণ? এভাবে কো-অর্ডিনেট করে পোশাক পরলে সবাই তাকাবে
Fashion And Style Ideas: বন্ধু, আত্মীয়ের বিয়ে লেগেই থাকে এই সময়। এক একজনের এমনও হচ্ছে যে পর পর স্কুল বা কলেজের বন্ধুদের বিয়ে রয়েছে। বিয়েবাড়ি মানেই সকলের সঙ্গে দেখা, একসঙ্গে খাওয়াদাওয়া। সেখানে তো সাজগোজ থাকবেই। কর্তা-গিন্নি দু'জনের যদি নিমন্ত্রণ থাকে তখন গিন্নিকে পড়তে হয় মহা ঝামেলায়
বিয়েবাড়ির নিমন্ত্রণ যেন শেষ হচ্ছে না। কোভিড পরবর্তী সময়ে বেড়েছে বিয়ের ধুম। ২০২১ এর পর থেকে প্রচুর মানুষ বিয়ে করছেন। পরিসংখ্যান বলছে এবছর প্রায় ৩৫ লক্ষ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আজকাল বিয়েতে অনেক রকম পরিকল্পনা থাকে। বেড়েছে বাজেটও। মেহেন্দি, সঙ্গীত, এনগেজমেন্ট, গায়েহলুদ, বিয়ে, রিসেপশন, ফটোশ্যুট এলাহি আয়োজন থাকে। বিয়ের অন্তত ১ বছর আগে থেকেই শুরু হয়ে যায় প্ল্যানিং। আগে থেকে ভেন্যু, ক্যাটারার, ফটোগ্রাফার বুক না করে রাখলে শেষমুহূর্তে কোনও কিছুই হয় না। যেহেতু অনুষ্ঠান বেশি তাই ডেকোরেশন, কেনাকাটাও বেশি থাকে। সঙ্গীত, মেহেন্দি, এনগেজমেন্ট- এক একদিন এক একরকম লুক সেট করতে হয়। বিয়ে নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই স্বপ্ন এখন কয়েক কদম ছুটছে।
বন্ধু, আত্মীয়ের বিয়ে লেগেই থাকে এই সময়। এক একজনের এমনও হচ্ছে যে পর পর স্কুল বা কলেজের বন্ধুদের বিয়ে রয়েছে। বিয়েবাড়ি মানেই সকলের সঙ্গে দেখা, একসঙ্গে খাওয়াদাওয়া। সেখানে তো সাজগোজ থাকবেই। কর্তা-গিন্নি দু’জনের যদি নিমন্ত্রণ থাকে তখন গিন্নিকে পড়তে হয় মহা ঝামেলায়। একে নিজে কবে কী পোশাক পরবে তা যেমন ঠিক করতে হয় তেমনই কর্তার জন্যেও পোশাক নির্বাচন করে দিতে হয়। আর এই সব বিশেষ দিনে দু’জনে কো-অর্ডিনেট করে পোশাক পরলে দেখতে খুব ভাল লাগে। আর ছবিও ভাল ওঠে। যদি দুজনের একসঙ্গে ভাল ছবি ওঠে তাহলে মনও ভাল থাকবে।
সঙ্গীত বা গায়েহলুদের অনুষ্ঠানে কনের পাশাপাশি তার বন্ধু আত্মীয়রাও লেহঙ্গা বা ইন্দোওয়েস্টার্ন কিছু পরেন। এমন দিনের জন্য মেয়েরা যদি লেহঙ্গা পরেন তাহলে ছেলেরাও জমকালো কুর্তা পাঞ্জাবি বেছে নিতে পারেন। এথনিকেই এমন দিনে ভাল লাগে দেখতে। শাড়ির সঙ্গে সবথেকে ভাল দেখতে লাগে ধুতি পাঞ্জাবি। সকলে তো আবার ধুতি পরতে পারেন না এক্ষেত্রে চুড়িদার পাঞ্জাবি পরতে পারেন। আবার যদি মেয়েরা ট্র্যাডিশন্যাল কোনও শাড়ি পরেন তার সঙ্গে ছেলেরা স্যুটও পরতে পারেন। তবে ধুতি শাড়ি বা শাড়ি-পঞ্জাবিতে দেখতে যত ভাল লাগে তা আর অন্য কোনও কিছুতে লাগে না। তাই চেষ্টা করুন দুজনে একসঙ্গে মিলিয়ে পোশাক পরার। এই টিপস মাথায় রাখবেন হবু কনেরাও। কারণ প্রিওয়েডিং বা আইবুড়োভাতে এমন মিলিয়ে-ঝুলিয়ে পোশাক না পরলে দেখতে মোটেই ভাল লাগবে না।