Priyanka Chopra Jonas: হলুদ চুরিদার, ওড়নায় প্রজাপতির লাস্য! ভিনদেশের বাতাসে উষ্ণতার হিল্লোল প্রিয়াঙ্কার
Indian Fashion: প্রিয়াঙ্কা বরাবরই এইরকম। আপন ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। দেশের শিকড় ধরে রাখেন রক্তে। তাই সম্ভব হলেই নিজেকে প্রকাশ করেন ভারতীয় নানা সাজে।

একটা রোদ ঝলমলে দিন, তকতকে আকাশ আর হলুদ রঙের চুরিদারে প্রিয়াঙ্কার (Priyanka Chopra Jonas) বিলোল বিভঙ্গ বিলাস! একথা বললে বাড়াবাড়ি হবে না যে, নিক ঘরণির পোশাকের ওয়্যারড্রোবে প্রতিদিনের ভিন্ন পরিধেয় তৈরি থাকে। হতে পারে দিনটি ভীষণ ব্যস্ত, কিংবা অলস পাতার মতো ঝরে যাওয়া বেলা, গতানুগতিক! হয়তো ঘরেই থাকতে হবে সারাদিন, তবু প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে পোশাকের বিভা চিনিয়ে দেবে দিনটি নূতন।
আর উৎসব অনুষ্ঠান শুরু হলে তো কথাই নেই, অভিনব দেশীয় পোশাকে দেশি গার্ল হাজির হবেন সদ্য আবিষ্কৃত নক্ষত্র হয়ে! শুক্রবার সকালেও যেমন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির নায়িকা হঠাৎই প্রকাশ করলেন তাঁর ছবি। নায়িকার গুণ ও রূপমুগ্ধদের দিল অনিমেষ দৃষ্টি! সপ্তাহান্তে পেলব হলুদ বর্ণের পাঞ্জাবি স্যুটের সঙ্গে দোপাট্টার সাজ শেষ হয়েছিল পায়ে আলিঙ্গন থাকা সাধারণ স্লিপারে! সকালবেলায়, বাড়ির পাশেই পুলের ধারে একখানি সাধারণ ছবিও প্রাঞ্জল সৌন্দর্যে হয়ে উঠেছিল মনোরম!
প্রিয়াঙ্কা বরাবরই এইরকম। আপন ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। দেশের শিকড় ধরে রাখেন রক্তে। তাই সম্ভব হলেই নিজেকে প্রকাশ করেন ভারতীয় নানা সাজে। নিজের চারপাশে সাজিয়ে রাখেন দেশীয় নানা জিনিসপত্র। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, বাতাসে ওড়না ভাসিয়ে দিয়েছেন মোহময়ী প্রিয়াঙ্কা! হলুদ রঙের চুরিদারের উপর ময়ূরের নকশা যেন তাঁর পোশাককে করে তুলেছে আরও দেশীয়, আরও সুন্দর।
View this post on Instagram
প্রিয়াঙ্কা মনেপ্রাণে ঠিক কতখানি দেশীয় তা তাঁর লস অ্যাঞ্জেলেস-এর বাড়িতে করা নয়নাভিরাম শিব মন্দিরের ছবি দেখলেই বোঝা যায়। মহা শিবরাত্রিতে প্রিয়াঙ্কা একখানি ছবি পোস্ট করেছিলেন মহাদেবের পূজার। ছবিতে দেখা যাচ্ছিল, প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী নিক ভক্তিভরে পূজার নানা আচার পালন করছেন। দু’জনের পরনেই দেশীয় পোশাক। প্রি-অস্কারের পার্টির হোস্ট ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁকে একটি কালো শাড়ি পরে অনুষ্ঠান পরিচালনা করতে দেখা যায় তাঁকে।
View this post on Instagram
দেশি অবতারে সেদিন তিনি হয়ে উঠেছিলেন আবেদনময়ী! এই কারণেই প্রিয়াঙ্কা দেশ-বিদেশ সকলের নয়নের মণি।
আরও পড়ুন: Grammy 2022: গ্র্যামির রেড কার্পেটে দেশি লুকের জয়জয়কার! মাসাবার শাড়ি পরে মন কাড়লেন এই গায়িকা





