Fish Ghee Roast: রুই মাছের ঘি রোস্ট, পোলাওয়ের সঙ্গে একবার বানিয়ে খেলে আর চিকেন খেতে চাইবেন না
Fish Recipe: রুই মাছের ঘি রোস্ট বানাতে প্রথমে মাছের গাদার পিস ভাল করে ধুয়ে নিতে হবে। এবার ওর মধ্যে নুন, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা ম্যারিনেশন বানাতে হবে। ৪ চামচ টকদই, ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, রেডিমেট ফিশ ফ্রাই মশলা, নুন ভাল করে মেশান
Most Read Stories