Recipe: শীতের বিকেলে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক স্ন্যাক, জেনে নিন বানানোর পদ্ধতি…

বিকেলের স্ন্যাক্সে কিংবা বাড়িতে কোনও অতিথি এসে পড়লে তৈরি করতে পারেন চিজ স্টাফড টিক্কা। এটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়।

Recipe: শীতের বিকেলে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক স্ন্যাক, জেনে নিন বানানোর পদ্ধতি...
ছবির সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2022 | 8:45 AM

হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের খাবারের স্বাদেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বৃষ্টির দিনে কিংবা এই অল্প শীত মরশুমে আমাদের একটু স্মোকি খাবার খেতে ভালই লাগে। এই অবস্থায় যদি বাড়িতেই বিকেলের দিকে একটু মুখরোচক স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, অবশ্যই খুব বেশি পরিশ্রম না করে, তাহলে তো কথাই নেই। আজকের রেসিপিতে তেমনই একটি খাবারের কথা বলা হল যা তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ সুস্বাদু হয়।

বিকেলের স্ন্যাক্সে কিংবা বাড়িতে কোনও অতিথি এসে পড়লে তৈরি করতে পারেন চিজ স্টাফড টিক্কা। এটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এটি খেতেও অত্যন্ত সুস্বাদু। তাহলে আর দেরি না করে দেখে নিন চিজ স্টাফড টিক্কা তৈরির পদ্ধতি।

Cheese Stuffed Tikka Recipe

ছবির সৌজন্যে এনডি টিভি

উপকরণ:

  • ২০০ গ্রাম পনির
  • হাফ ক্যাপ্সিকাম চিজ স্লাইস
  • দু’টো হাফ চা চামচ হলুদ গুঁড়ো
  • হাফ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
  • তিন টেবিল চামচ বেসন
  • এক টেবিল চামচ সাদা তেল
  • হাফ পেঁয়াজ
  • হাফ টমেটো
  • চার টেবিল চামচ দই
  • হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  • হাফ চা চামচ জিরে পাউডার
  • নুন স্বাদমতো

পদ্ধতি:

  • একটি পাত্রে বেসন, দই, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার, জিরে গুঁড়ো এবং লবণ নিয়ে ভাল করে মেশান। ঘন ব্যাটার প্রস্তুত করুন।
  • এবার পনিরগুলো কিউব করে কেটে নিন। পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামও কিউব করে কেটে নিন। সেগুলিকে প্রস্তুত করা ব্যাটারে দিয়ে ভাল ভাবে ম্যারিনেট করুন। তারপর ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।
  • এখন চিজের স্লাইসগুলি ছোটো ছোটো চৌকো আকারে, পনিরের টুকরোর সাইজে কেটে নিন। এবার ২-৩টি বাঁশের সরু সরু স্টিক নিন, তাতে ম্যারিনেট করা উপাদানগুলো ঢুকিয়ে দিন। প্রথমে ক্যাপসিকাম, তারপর পনির, তারপর পেঁয়াজ, তারপরে চিজ এবং সবশেষে টমেটো দিন।
  • এবার একটি নন-স্টিক প্যান গরম করে তাতে কয়েক ফোঁটা তেল দিন। তার উপর টিক্কাগুলি রাখুন এবং চারদিক সোনালি বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
  • তারপর পুদিনা চাটনি বা আপনার পছন্দের অন্য কোন চাটনির সাথে পরিবেশন করুন।

আরও পড়ুন: Most Ordered Foods: ২০২১ সালে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন কোন খাবার অর্ডার দিয়েছেন? তালিকা প্রকাশ করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা

আরও পড়ুন: Popular tandoor dishes: বছরের শেষ দিনের ঘরোয়া পার্টিতে বানিয়ে নিন দোকানের স্টাইলের তন্দুর, তারিফ পাবেন!

আরও পড়ুন: Winter Special Recipe: শীতকালে মিঠে রোদে ট্যুইস্ট আনতে বানিয়ে ফেলুন জিভে জল আনা কমলালেবুর ভাপা দই! রইল তার রেসিপি