Recipe: এই রেসিপি আপনাকে অবাক করে দিতে পারে, কারণ, এই বিরিয়ানি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল…

যে খাবারে কার্বোহাইড্রেট কম, সেই ধরনের খাবার খান। এর ফলে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। তাহলে দেখে নিন কীভাবে লো কার্বের কিনুয়া চিকেন বিরিয়ানি বানাবেন...

Recipe: এই রেসিপি আপনাকে অবাক করে দিতে পারে, কারণ, এই বিরিয়ানি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 4:42 PM

বিরিয়ানি খাবেন আর তাতে কার্বের পরিমাণ যাতে কম থাকে সেই আশা যদি করেন, সম্ভব নয়। অন্তত আমাদের সাধারণ রন্ধন প্রণালী মেনে চললে তা সত্যিই অসম্ভব। কিন্তু, তা বলে কি বিরিয়ানি খাবেন না? নিশ্চয়ই নয়। শুধু রন্ধন প্রণালী একটু বদলে ফেললেই তৈরি করা যাবে লো কার্বের বিরিয়ানি।

খোঁজ নিয়ে দেখলে জানা যাবে আজকাল দশ জন মহিলার মধ্যে আট জনেরই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS রয়েছে। আপনার যদি PCOS-এর সমস্যা থাকে, তা হলে লো-কার্ব খাবার অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম, সেই ধরনের খাবার খান। এর ফলে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। তাহলে দেখে নিন কীভাবে লো কার্বের কিনুয়া চিকেন বিরিয়ানি বানাবেন…

উপকরণ:

  • দুই কাপ কিনুয়া (অল্প সেদ্ধ করা)
  • দুটো মাঝারি মাপের পেঁয়াজ (কুচানো)
  • একটি মাঝারি টোম্যাটো (কুচানো)
  • তিন-চারটি কাঁচা লংকা
  • এক মুঠো করে ধনে পাতা ও পুদিনা পাতা (কুচানো)
  • আধ কাপ ফেটানো টক দই
  • আধ চা চামচ করে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো
  • স্বাদ মতো নুন

Quinoa Chicken Biriyani Recipe

ম্যারিনেশনের জন্য:

  • ২৫০ গ্রাম মুর্গির মাংস (সম্ভব হলে দেশি মুর্গি নিন)
  • সামান্য গরম মশলা
  • আধ চা চামচ আদা-রসুন বাটা
  • এক চা চামচ করে ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো
  • এক টেবিল চামচ টক দই
  • আধ চা চামচ নুন

ফোড়নের জন্য:

  • তিন টেবিল চামচ সাদা তেল
  • চারটি লবঙ্গ
  • একটি ছোট তেজপাতা তিন-চারটি গোটা এলাচ

পদ্ধতি:

  • মুর্গির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবারে ম্যারিনেশনের জন্য যা যা উপকরণ রয়েছে সেগুলো সব এক সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিন। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিন।
  • একটি ছড়ানো হেভি বটম পাত্র অথবা প্রেশার কুকার নিয়ে নিন। আঁচে বসিয়ে একটু গরম হলে তেল দিন এবং একে একে তেজপাতা, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন।
  • এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা ও সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নিন।
  • এক-দুই মিনিট সতে করা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন। যতক্ষণ না পর্যন্ত আদা-রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ ভাজতে হবে।
  • এবারে টোম্যাটো দিয়ে দিন এবং ভাজতে থাকুন যতক্ষণ না পর্যন্ত টোম্যাটো গলে যাচ্ছে।
  • এবারে ম্যারিনেড করে রাখা মুর্গির মাংস দিয়ে দিন। সঙ্গে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মিনিট দুয়েক সতে করুন। এবার ঢাকা দিয়ে (প্রেশার কুকার বন্ধ করবেন না, শুধু ঢাকা দেবেন) মিনিট সাত-আটেক রান্না হতে দিন। অথবা যতক্ষণ না পর্যন্ত মুর্গির মাংস প্রায় ৮০% সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন।
  • মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে ফেটানো টক দই, পরিমান মত জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে দিন ও সেদ্ধ হতে দিন।
  • ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে আরও তিন মিনিট রান্না হতে দিন।
  • তিন মিনিট হয়ে গেলে আধ সেদ্ধ করে রাখা কিনুয়া দিয়ে লেয়ার করুন ও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন।
  • এক মিনিট পর আঁচ বন্ধ করে একবার ভাল করে মাংস ও কিনুয়া মিশিয়ে নিন এবং রায়তা দিয়ে খান গরম গরম কিনুয়া বিরিয়ানি।

আরও পড়ুন: Mughal Food Recipe Part VI: খানা খানদানি-পর্ব ১৪, কিস্সা কাহিনি মোড়া কোফতা আর দোপেঁয়াজির টানাপোড়েনের রান্না

আরও পড়ুন: Cooking Tips: আগুন ছাড়াই রান্না হবে এই ৫ খাবার, গ্যাস-ইনডাকশন কিসসু দরকার নেই!