Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিমলার টয়ট্রেন যেন হগওয়ার্টস এক্সপ্রেস! ভাইরাল বরফে মোড়া রেলস্টেশনের ছবি

কালকা-সিমলা রুটের এই হেরিটেজ রেললাইনের ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।

সিমলার টয়ট্রেন যেন হগওয়ার্টস এক্সপ্রেস! ভাইরাল বরফে মোড়া রেলস্টেশনের ছবি
সম্প্রতি সিনেমার মতোই এই ছবি দেখা গিয়েছে সিমলায়।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 8:52 PM

বরফের চাদরে মুড়ে গিয়েছে রেল স্টেশন। তার মধ্যে দিয়েই এগিয়ে আসছে ট্রেন। এক ঝলক দেখলে মনে হবে এ যেন হগওয়ার্টস এক্সপ্রেস। জে কে রাউলিংয়ের হ্যারি পটারের গল্পে ঠিক যেমনটা পড়েছেন। কিংবা দেখেছেন সিলভার স্ক্রিনে। শীতের রাতে লন্ঠন নিয়ে এগিয়ে এসেছিল হ্যাগ্রেড। আর তার পিছনে হগওয়ার্টসে হাজির হয়েছিল হ্যারি পটার।

সম্প্রতি সিনেমার মতোই এই ছবি দেখা গিয়েছে সিমলায়। সেখানকার বিখ্যাত রেলস্টেশন তারাদেবী। ইউনেসকো-র তালিকায় নাম রয়েছে এই স্টেশনের। তারাদেবী স্টেশনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’- এর অ্যাখ্যাও দিয়েছে তারা। এই স্টেশনের বিশেষত্ব সেখানকার ইঞ্জিনিয়ারিং মার্ভেল। অর্থাৎ যেরকম জিগজ্যাগ ভাবে রেললাইন গিয়েছে, তা দেখে সত্যিই অবাক হতে হয়।

সিমলার এই বরফে মোড়া রেল স্টেশনের ছবি এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, বরফের পুরু সাদা আস্তরণে ঢেকে গিয়েছে তারাদেবী রেলস্টেশন। তার মধ্যে দিয়েই এগিয়ে আসছে ট্রেন। এক পয়েন্টম্যান আবার পতাকা নেড়ে ট্রেনের গতিবিধিও সামলাচ্ছেন। চালক যাতে পথভ্রষ্ট না হন সেদিকে নজর রাখছেন। সঠিক নির্দেশ দিচ্ছেন তাঁকে।

কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে এই রেলস্টেশনের একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অন্যান্য অনেক প্ল্যাটফর্মেই শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা বলছেন, এ যেন একদম হগওয়ার্টস এক্সপ্রেস। বরফে মোড়া রেললাইন, চারপাশও বরফেই ঢাকা। সেই সঙ্গে বরফ পড়ে জিগজ্যাগ লাইনের ডিজাইনও তৈরি হয়েছে।

কালকা-সিমলা রুটের এই হেরিটেজ রেললাইনের ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা। নেট দুনিয়ায় সকলেই বলছেন, এমন দৃশ্য সত্যিই নৈসর্গিক। সচরাচর দেখা যায় না এমন সুন্দর পরিবেশ। তবে মুগ্ধতার পাশাপাশি নেটিজেনদের সকলের মুখেই বারবার ফিরে এসেছে হ্যারি পটারের স্কুল আর সেখানকার বিখ্যাত হগওয়ার্টস এক্সপ্রেসের কথা।