সিমলার টয়ট্রেন যেন হগওয়ার্টস এক্সপ্রেস! ভাইরাল বরফে মোড়া রেলস্টেশনের ছবি
কালকা-সিমলা রুটের এই হেরিটেজ রেললাইনের ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।
বরফের চাদরে মুড়ে গিয়েছে রেল স্টেশন। তার মধ্যে দিয়েই এগিয়ে আসছে ট্রেন। এক ঝলক দেখলে মনে হবে এ যেন হগওয়ার্টস এক্সপ্রেস। জে কে রাউলিংয়ের হ্যারি পটারের গল্পে ঠিক যেমনটা পড়েছেন। কিংবা দেখেছেন সিলভার স্ক্রিনে। শীতের রাতে লন্ঠন নিয়ে এগিয়ে এসেছিল হ্যাগ্রেড। আর তার পিছনে হগওয়ার্টসে হাজির হয়েছিল হ্যারি পটার।
Kalka-Shimla Heritage railway line known for its incredible engineering feat is a UNESCO listed World Heritage Site
A dedicated pointsman signals, as the train beautifully chugs amidst heaps of snow near Shimla Station. pic.twitter.com/H4zKNwtGmd
— Ministry of Railways (@RailMinIndia) February 7, 2021
সম্প্রতি সিনেমার মতোই এই ছবি দেখা গিয়েছে সিমলায়। সেখানকার বিখ্যাত রেলস্টেশন তারাদেবী। ইউনেসকো-র তালিকায় নাম রয়েছে এই স্টেশনের। তারাদেবী স্টেশনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’- এর অ্যাখ্যাও দিয়েছে তারা। এই স্টেশনের বিশেষত্ব সেখানকার ইঞ্জিনিয়ারিং মার্ভেল। অর্থাৎ যেরকম জিগজ্যাগ ভাবে রেললাইন গিয়েছে, তা দেখে সত্যিই অবাক হতে হয়।
Spellbinding !
Taradevi Station of Shimla-Kalka heritage route covered in a blanket of snow is a sight to behold. pic.twitter.com/yOeTrpu4rF
— Ministry of Railways (@RailMinIndia) February 5, 2021
সিমলার এই বরফে মোড়া রেল স্টেশনের ছবি এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, বরফের পুরু সাদা আস্তরণে ঢেকে গিয়েছে তারাদেবী রেলস্টেশন। তার মধ্যে দিয়েই এগিয়ে আসছে ট্রেন। এক পয়েন্টম্যান আবার পতাকা নেড়ে ট্রেনের গতিবিধিও সামলাচ্ছেন। চালক যাতে পথভ্রষ্ট না হন সেদিকে নজর রাখছেন। সঠিক নির্দেশ দিচ্ছেন তাঁকে।
Snow, snow everywhere!
Spellbinding views of Shimla Station where so called toy train is blanketed by heavy snowfall this winter. pic.twitter.com/b8zk15n8cz
— Ministry of Railways (@RailMinIndia) February 6, 2021
কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে এই রেলস্টেশনের একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অন্যান্য অনেক প্ল্যাটফর্মেই শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা বলছেন, এ যেন একদম হগওয়ার্টস এক্সপ্রেস। বরফে মোড়া রেললাইন, চারপাশও বরফেই ঢাকা। সেই সঙ্গে বরফ পড়ে জিগজ্যাগ লাইনের ডিজাইনও তৈরি হয়েছে।