দোলে কেমন সাজবেন ছেলেরা? রইল কিছু সহজ টিপস
আজকাল দোলের দিন সাদা রঙের পোশাক পরাই ট্রেন্ড। তবে কোনও বাধ্যবাধকতা নেই যে আপনাকে সাদা রঙের পোশাকই পরতে হবে।
দোল বলুন বা হোলি, যদি বন্ধুদের সঙ্গে রঙ খেলার পরিকল্পনা থাকে, তাহলে সাজগোজ অতি অবশ্যই একটা বড় ব্যাপার। সবার মাঝে সুন্দর তো দেখাতেই হবে। আর হোলি পার্টিতে শুধু মেয়েরা সাজবেন, তা কিন্তু একেবারেই নয়। বরং জমিয়ে ফ্যাশন করতে পারেন ছেলেরাও। সহজ কয়েকটা টিপস মাথায় রাখলেই, সবার থেকে আলাদা হয়ে উঠবেন আপনি।
পোশাকের রঙ হোক সাদা-
আজকাল দোলের দিন সাদা রঙের পোশাক পরাই ট্রেন্ড। তবে কোনও বাধ্যবাধকতা নেই যে আপনাকে সাদা রঙের পোশাকই পরতে হবে। সাদা পাঞ্জাবি-পাজামা পরতে পারেন এবার দোলে। এছাড়াও সাদা হাফ কুর্তা আর জিনসেও বেশ মানাবে। আর সাদা শার্ট তো ছেলেদের ফ্যাশনে চিরকালই প্রাধান্য পেয়ে এসেছে।
ট্র্যাডিশনাল সাজ-
যেসব ছেলেরা দোল বা হোলির দিন সাবেকি পোশাক পরতে চান, তাহলে সাদা কুর্তা-পাজামা ছাড়াও পাঞ্জাবির সঙ্গে পরতে পারেন ঢিলেঢালা প্যান্ট। মূলত পাঠানি স্যুটের সঙ্গে যে ধরণের প্যান্ট পরা হয়, কিংবা মেয়েদের ঢোলা সালোয়ার বা পাতিয়ালা প্যান্টের কাটিং- এ আজকাল ছেলেদের জন্যও প্যান্ট পাওয়া যায়। সাদা লং কুর্তার সঙ্গে এ ধরণের প্যান্ট পরতে পারেন।
সাধারণ সাজে নতুনত্বের ছোঁয়া-
একদম সাধারণ সাদা পাজামা-পাঞ্জাবি পরলে সঙ্গে নিতেন পারেন গাঢ় রঙের বাঁধনি প্রিন্টের দোপাট্টা। এছাড়া পরতে পারেন জহর কোট। খুব দামি পোশাক না পরাই ভাল। কারণ রঙে নষ্ট হয়ে যেতে পারে। আর চারদিকে যখন এত রঙ থাকবেই তখন পোশাক নয় একটু সাদামাঠাই থাকুক।
পাজামা ছাড়া অন্য প্যান্ট-
যাঁরা পাজামা পরতে খুব একটা স্বচ্ছন্দ্য নন, তাঁরা জিনস পরতে পারেন। কিংবা অন্য কোনও হাল্কা রঙের প্যান্ট। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন প্যান্টের মেটেরিয়াল একটু হাল্কা আর নরম হওয়াই ভাল। নাহলে জলে ভিজে মোটা হয়ে গেলে সামলানো মুশকিল। সেই সঙ্গে গায়ে জল বসে ঠাণ্ডাও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।