হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, ভারতের প্রথম ‘কাচের স্কাইওয়াক’, কোথায় জানেন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিদেশের ‘গ্লাস স্কাইওয়াক’ দেখে ভয়ে শিউরে উঠেছেন? মন চেয়েছে একছুটে সেখানে চলে যেতে? ইচ্ছে থাকলেও পূরণ হয়নি এত দিন। এ বার হবে। লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট। নিজের দেশেই সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দু’শ মিটার উচ্চতায় আপনি ভেসে বেড়াবেন মেঘেদের দেশে। আপনাকে ঘিরে রাখবে সুউচ্চ হিমালয়। স্বপ্ন নয় সত্যি। আপনি […]
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিদেশের ‘গ্লাস স্কাইওয়াক’ দেখে ভয়ে শিউরে উঠেছেন? মন চেয়েছে একছুটে সেখানে চলে যেতে? ইচ্ছে থাকলেও পূরণ হয়নি এত দিন। এ বার হবে। লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট। নিজের দেশেই সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দু’শ মিটার উচ্চতায় আপনি ভেসে বেড়াবেন মেঘেদের দেশে। আপনাকে ঘিরে রাখবে সুউচ্চ হিমালয়।
স্বপ্ন নয় সত্যি। আপনি যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন তবে এই আকর্ষণ কিন্তু কোনওভাবেই মিস করবেন না। সিকিমের পেলিংয়ে যে বিখ্যাত ‘চেনরেজিগ’-এর মূর্তি রয়েছে, তারই গা ঘেঁষে স্থাপন করা হয়েছে এই স্কাইওয়াক। গত বছর নভেম্বরেই খুলে দেওয়া হয়েছে স্কাইওয়াকটি। ভ্রমণপিয়াসীরাও ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সেখানে।
View this post on Instagram
যদি কপাল ভাল থাকে, আকাশ পরিষ্কার থাকে তবে এই স্কাইওয়াকে উঠলেই আপনাকে অত্যন্ত কাছে থেকে স্বাগত জানাবে বরফমাখা কাঞ্চনজঙ্ঘা। নিচে তাকালে দেখতে সদা বহমান তিস্তা নদীও। তবে রাতের বেলা কিন্তু মোটেও খোলা থাকে না এই স্কাইওয়াক। সকাল ৮টা থেকে ৫ টা অবধি খোলা থাকে এই ট্যুরিস্ট আকর্ষণটি।
তবে একটা কথা, বুঝতেই পারছেন শুধু স্কাইওয়াক নয়, যেহেতু কাচের স্কাইওয়াক, তাই নীচ স্বচ্ছ। তাই আপনার যদি উচ্চতায় ভয় থাকে সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যাওয়াই ভাল।