Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেশি ভেবে ফেলে সম্পর্ক নষ্ট করছেন না তো! প্রেম টেকাতে এই বিষয়গুলো মাথায় রাখুন

আপনিও এই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন? বুঝতে পারছেন না সামনের মানুষটা আপনাকে ঘোস্টিং করছেন কি না। কিংবা কখনও রিপ্লাই দেবে সে। অপেক্ষা শেষ হবে কখন। এই পরিস্থিতিতে কী করবেন? রইল টিপস।

বেশি ভেবে ফেলে সম্পর্ক নষ্ট করছেন না তো! প্রেম টেকাতে এই বিষয়গুলো মাথায় রাখুন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 10:54 AM

চিঠি লেখার দিন শেষ। মনের মানুষের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। ছোট্ট একটা টেক্সটের দূরত্ব। কিন্তু সেই টেক্সটের নীচে যদি ‘ব্লু টিক’ না থাকে। কিংবা ‘সিন’ করার পরও রিপ্লাই যদি না আসে? ঘন ঘন হোয়াটসঅ্যাপ চেক করেন। এই বুঝি কোনও নোটিফিকেশন ঢুকল। আর এই অপেক্ষা মনের ভিতর নানা চিন্তাকে তোলপার করতে থাকে। ওভারথিঙ্কিং-এর সঙ্গে বাড়ে অ্যানজাইটি। আপনিও এই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন? বুঝতে পারছেন না সামনের মানুষটা আপনাকে ঘোস্টিং করছেন কি না। কিংবা কখনও রিপ্লাই দেবে সে। অপেক্ষা শেষ হবে কখন। এই পরিস্থিতিতে কী করবেন? রইল টিপস।

সময় দিন: অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন মানুষ বুঝতে পারে না যে কী রিপ্লাই দেবে। হয়তো সেই মানুষটি আপনার প্রতি আগ্রহ হারিয়েছে, কিংবা অন্য কোনও সমস্যায় ফেঁসে গিয়েছে। এমন পরিস্থিতিতে পড়লে সময় দিন। উত্তর আসছে না দেখে বার বার টেক্সট করবেন না। ভুলভাল চিন্তা না করে ভাবুন যে রিপ্লাই না দেওয়ার পিছনে যুক্তিযুক্ত কারণ রয়েছে কি না। একটু ধৈর্য ধরুন।

শান্ত থাকুন: রিপ্লাই না এলে মন আনচান করতে থাকে। সকাল ১০টায় পাঠানো টেক্সট, রাত ৯টাতেও ‘সিন’ করেনি। ঘন ঘন নোটিফিকেশন বার চেক করার বদলে নিজেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কেন রিপ্লাই করছে না, কী হল, এরপর কী হবে—এসব নিয়ে বেশি ভাববেন না। শান্ত থাকার চেষ্টা করুন।

অন্য কাজে মন দিন: মাথার ভিতর শুধু তার কথা চলছে। এতে তো অ্যানজাইটি বাড়বেই। মনকে অন্য জায়গায় ব্যস্ত রাখুন। অন্য কাজে মন দিন। নিজের পছন্দ কাজ করুন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। কিংবা অফিসের কাজ করুন বা পড়াশোনা করুন।

বার বার টেক্সট করবেন না: রিপ্লাই আসছে না দেখে বার বার টেক্সট করছেন? এই ভুল একদম করবেন না। এতে সামনের মানুষটা আরও বিরক্ত হয়ে যায়। এতে সমস্যার সমাধান হয় না। উল্টে সম্পর্কে জটিলতা তৈরি হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে।