Darjeeling: শীত বিদায়ের আগে ঢুঁ মারুন পাহাড়ে, রইল স্বল্প পরিচিত তিনটি অফবিটের খোঁজ
North Bengal Destinations: শৈলশহর মানে শুধু দার্জিলিং বা কালিম্পং মোটেই নয়। এই শৈলশহরের বাইরেও এমন কিছু পাহাড়ি গ্রাম রয়েছে, যা হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন।
চারিদিকে এখন শুধু বসন্তের আমেজ। ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে। তার সঙ্গে বাড়ছে গরম। তবে আরও তাপমাত্রা বাড়ার আগে একটা ছোট্ট উইকএন্ড পাহাড়ে কাটিয়ে নেওয়া যায়। কিন্তু শৈলশহর মানে শুধু দার্জিলিং বা কালিম্পং মোটেই নয়। এই শৈলশহরের বাইরেও এমন কিছু পাহাড়ি গ্রাম রয়েছে, যা হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। এমনই স্বল্প পরিচিত তিনটি পর্যটনকেন্দ্রের খোঁজ রইল আপনার জন্য।
বিজনবাড়ি
দার্জিলিঙের খুব কাছেই অবস্থিত বিজনবাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ৯৫ কিলোমিটারের পথ। উচ্চতা ২,৫০০ ফিট অবস্থিত, তাই আবহাওয়া বেশ মনোরম। চারদিক ঘন সবুজ জঙ্গলে ঘেরা আর পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। শহুরে কোলাহল এখানে নেই। হোমস্টেতে বসেই আপনি উপভোগ করতে পারবেন বিজনবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য। দার্জিলিং, ঘুম, কার্শিয়াং—যে কোনও জায়গা দিয়ে আপনি বিজনবাড়ি পৌঁছাতে পারবেন। তবে, ঘুম থেকে বিজনবাড়ি পৌঁছানো রাস্তাটা খুবই সুন্দর। বিজনবাড়িতে রাত কাটানোর জন্য হোমস্টের সুবিধা রয়েছে। সেখানে থাকা-খাওয়ার খরচ জনপ্রতি ২,১০০টাকা। সুতরাং, বিজনবাড়ি গেলে আপনাকে বাজেট নিয়েও খুব বেশি চিন্তা করতে হবে না।
লেপচাজগত
দার্জিলিঙের ভিড় এড়িয়ে পাইন আর রডোডেনড্রনের মধ্যে হারিয়ে যেতে চাইলে বেছে নিন লেপচাজগতকে। দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটারের পথ লেপচাজগত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৩ ঘণ্টা লাগে লেপচাজগত পৌঁছাতে। এখন যেহেতু শীত বিদায়ের পালা তাই আবহাওয়া বেশ মনোরম থাকবে এখানে। তাই ভাগ্য সঙ্গ দিয়ে লেপচাজগত থেকে কাঞ্চনজঙ্ঘার পাঁচটি শৃঙ্গই দেখতে পারেন। এছাড়া লেপচাজগত থেকে অনায়াসে ঘুরে নেওয়া যায় তিনচুলে, দাওয়াইপানি, লামাহাটা, সুখিয়াপোখরি বাজার, সোনাদা, তাকদা, বড় ও ছোট মাঙ্গোয়া ইত্যাদি। লেপচাজগত পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। তাই এখানে গেলে থাকা-খাওয়ার সমস্যা হবে না। কম খরচে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন লেপচাজগত।
চটকপুর
সেনচাল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত ছোট্ট পাহাড়ি জনপদ চটকপুর। দার্জিলিং যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে অভয়ারণ্যের মধ্য দিয়ে প্রায় ১০ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন চটকপুর। শহুরে কোলাহল থেকে কিছুটা দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে চটকপুরকে বেছে নিন। অরণ্যের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারেন টাইগার হিল। সঙ্গে অবশ্যই গাইড নেবেন। যেহেতু এই জনপদ ৭৮৮৭ ফুট উচ্চতায় অবস্থিত তাই আবহাওয়া বেশ ভাল। শীতবস্ত্র নিতে ভুলবেন না। এখানে থাকার জন্য হোমস্টে রয়েছে।