Bhitarkanika: ৩ দিন ধরে চলবে ভিতরকণিকা মহোত্সব! এই সুযোগে টুক করে ঘুরে আসুন ‘মিনি অ্যামাজন’ থেকে
Odisha Travel Tips: বঙ্গোপসাগরের উপকূলে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত এই অভয়ারণ্যে এই প্রথমবারের জন্য ভিতরকণিকা উত্সবের আয়োজন করতে চলেছে।
ভ্রমণের কথা বললেই পাহাড়, সমুদ্র নাহলে মরুভূমির কথাই ভাবা হয়। জঙ্গল সাফারি ব্য়াপারে অনেকে কৌতূহল দেখালেও শেষমেশ বাতিল করেন আতঙ্কের জেরে। কিন্তু জঙ্গলের মতো প্রাকৃতিক রোমাঞ্চকর জায়গা বোধহয় আর কোথাও নেই। বন্যপ্রাণী ও ভ্রমণপিপাসুদের কাছে দেশের বিভিন্ন অভয়ারণ্য চষে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান দেশের মিনি অ্যামাজন হিসেবেও পরিচিত। জায়গাটি ভীষণ সুন্দর। আগে ছিল জমিদারি বনাঞ্চল, পরবর্তীকালে তা বনবিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত এই অভয়ারণ্যে এই প্রথমবারের জন্য ভিতরকণিকা উত্সবের আয়োজন করতে চলেছে।
পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য যেমন বিশ্ববিখ্যাত, তেমনি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যাগগ্রোভ অরণ্য হিসেবে ওড়িশার এই অভয়ারণ্য সুপরিচিত। এই প্রথমবারের জন্য ভিতরকণিকা মহোত্সবের আয়োজন করা হয়েছে। জাতীয় অভয়ারণ্যের অদূরেই নালিতাপাতিয়া গ্রামে তিনদিনের উত্সব অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে এই উত্সব। এই গ্রামি জাতীয় উদ্যান থেকে মাত্র ৬ কিমি দূরে। এই জমকালো ও অভিনব উত্সবটি ওড়িশার বন বিভাগ, জেলা প্রশাসন ও পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। তবে এই মহা আয়োজনের মূল লক্ষ্যই হল এই বন্যভূমির জলা জায়গা ও ম্যানগ্রোভ অরণ্যকে সুরক্ষিত রাখা।
এই জাতীয় অভয়ারণ্যের বেশিরভাগ অংশই জলাভূমি ও ম্যানগ্রোভ বন দিয়ে ঘেরা। ২০০২ সালের অগস্টে এই বনাঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। ভিতরকণিকা জাতীয় উদ্যানে রয়েছে নোনা জলের কুমির, ইন্ডিয়ান পাইথন, কিং কোবরা ও ২১৫ টিরও বেশি প্রজাতির পরিযায়ী ও বন্যপ্রাণী। এছাড়া বিস্তৃত ম্যানগ্রোভ বন, নদী , ব্যাক ওয়াটার, মোহনা ও কাদামাটি দিয়ে ঘেরা। ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ,যা ৬৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
কলকাতা থেকে বেশি দূরে নয়, ২ থেকে ৩ দিনের ছুটিতে আরামসে ঘুরে আসতে পারবেন এই মিনি অ্যামাজন থেকে ঘুরে আসতে পারেন। ভিতরকণিকা জাতীয় উদ্য়ান ও বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করার সময় গহিরমাথা থেকেও ঘুরে আসতে পারেন। মাত্র ৩৫ কিমি দূরে অবস্থি, গহিরমাথা সমুদ্র সৈকত ও সামুদ্রিক অভয়ারণ্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিভ রিডলি কচ্চপের ডিম পাড়ার জায়গাগুলির মধ্য়ে একটি। এই বিরল ও বিপন্ন সামুদ্রিক কচ্ছপগুলি প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে ওড়িশার গহিরমাথা ও রুশিকুল্যে আসে ও মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে।