বিমান সফরে চুইংগাম চিবোচ্ছেন! কী মারাত্মক ভুল করছেন, জানেন?
বিমান টেকঅফ ও অবতরণ করার সময় কানের মধ্যে অন্যরকম চাপ তৈরি হয়। যা থেকে কানের পর্দায় ব্যাথা, কানে যন্ত্রণা শুরু হয়। এই চাপ থেকে মুক্তি পেতে বিমানে থেকে চুইংগাম দেওয়া হয়।
বিদেশে বা দেশের অভ্যন্তরে বিমানে করে যাতায়াত করা এখন স্বাভাবিক ঘটনা। করোনাকালে বিমানে উঠার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। বিমানে ওঠার পর থেকেই নিয়ম অনুযায়ী এয়ারহোস্টেজরা যাত্রীদেরকে যাত্রাপথের সুবিধাগুবি বিষয়ে পরিচয় করিয়ে দেন। তবুও এর বাইরে রয়েছে বেশ কিছু নিয়ম, যা অনেকেই জানেন না। বিমানে চড়ে যে কাজগুলো করবেন না , তার মধ্যে অন্যতম হল, চুইংগাম খাওয়া।
বিমান টেকঅফ ও অবতরণ করার সময় কানের মধ্যে অন্যরকম চাপ তৈরি হয়। যা থেকে কানের পর্দায় ব্যাথা, কানে যন্ত্রণা শুরু হয়। এই চাপ থেকে মুক্তি পেতে বিমানে থেকে চুইংগাম দেওয়া হয়। ক্যান্ডি, চকোলেটও দেওয়া হয়। বিমান মাটি থেকে উপরে উটার সময় ও মাটি ছোঁয়ার সময় কানে প্রচণ্ড চাপ তৈরি হয়। সেই চাপ থেকে রেহাই পেতে চুইংগাম খেতে অস্বস্তিত্বে পড়তে হয় না। কিন্তু এক্ষেত্রে বিজ্ঞানীরা কী বলছেন, জেনে নেওয়া ভাল…
উড়ে যাওয়ার সময় কানের ব্যথার কারণ কী?
পরিবর্তিত চাপের স্তরের কারণে আমাদের কানে যে অস্বস্তি বোধ হয়, তা কানের বারোট্রোমা। এই অবস্থাটি ইউস্টাচিয়ান টিউব নামক কানের অভ্যন্তরের একটি অংশকে প্রভাবিত করে যা কানের বাইরে এবং ভিতরে বাতাসের মধ্যে চাপকে সমান করতে সহায়তা করে। যদি স্থির উচ্চতায় রাখা হয় তখন চাপ একই থাকে। বিভিন্ন উচ্চতার বিভিন্ন বায়ুচাপ থাকে, যা উড়ানের সময় অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়।
আরও পড়ুন: সঙ্গীর সঙ্গে কার্গিল ট্রিপ! নৈসর্গিক অভিজ্ঞতা নিতে যেতে পারেন এখানে
চুইং গাম এই চাপ থেকে মুক্তি পেতে কীভাবে সাহায্য় করে?
বিমান ল্যান্ডিং ও ওড়ার সময়, ইউস্টাচিয়ান টিউব দ্রুত পরিবর্তনগুলির সঙ্গে তাল মেলাতে পারেন না, ফলে চাপ তৈরি হয় ও ব্যাথা শুরু হয়। চুইংগাম কানের ভারসাম্য তৈরি করতে সহায়তা করে। যখন মাড়িতে গাম চিবিয়ে ফেলি, তখন কানে ইউস্টাচিয়ান টিউবটি খুলে যায় ও পরিবর্তিত স্তরে বায়ুর চাপ কানের অভ্যন্তরে প্রবেশ করে। এতে স্বস্তি পাওয়া যায়।
উড়ন্ত সময় চুইংগামের পার্শ্ব প্রতিক্রিয়া
বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিমানে স্বস্তির জন্য চুইংগাম চিবানো একেবারেই উচিত নয়। চুইংগামের সঙ্গে বায়ু গিলে ফেলি, যাতে কান ও মুখ ফুলে যেতে পারে।পরিবর্তে, আপনি কানে তুলোর টুকরো দিয়ে মাঝে মাঝে নাকটি চিমটির মতো ধরে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারেন।